Advertisement
E-Paper

করোনা থেকে সুস্থ ১০ হাজার, কলকাতায় আক্রান্তের সংখ্যা ৫ হাজার ছাড়াল

এ দিন রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন বলছে, গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ১৫ জন। নতুন করে আক্রান্তের সংখ্যা ৪৭৫।

নিজস্ব সংবাদাদাতা

শেষ আপডেট: ২৫ জুন ২০২০ ২০:৫১
৬৫ শতাংশ ছাড়াল রাজ্যে সুস্থতার হার। ছবি: পিটিআই।

৬৫ শতাংশ ছাড়াল রাজ্যে সুস্থতার হার। ছবি: পিটিআই।

রাজ্যে সুস্থতার হার ৬৫ শতাংশ ছাড়াল। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪৮৮ জন। এখনও পর্যন্ত ১০ হাজার ১৯০ জন করোনাযুদ্ধে জয়ী হয়েছেন।

তবে, গত কয়েক দিনের তুলনায় দৈনিক মৃত্যুর সংখ্যা বৃহস্পতিবার বেড়েছে। এ দিন রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন বলছে, গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ১৫ জন। নতুন করে আক্রান্তের সংখ্যা ৪৭৫। কোভিড-১৯ টেস্ট হয়েছে ৯ হাজার ৪৯২।

এ দিনের বুলেটিনেই দেখা গেল, কলকাতায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে। মোট আক্রান্তের সংখ্যা ৫ হাজার ১৩৩। গত ২৪ ঘণ্টায় শহরে আক্রান্ত হয়েছেন ১৬৩ জন। মারা গিয়েছেন ৬ জন। এখনও পর্যন্ত কলকাতায় মোট মৃতের সংখ্যা ৩৫১।

আরও পড়ুুন: পাঁচ রাজ্যে গেল করোনার ওষুধ রেমডেসিভির, কলকাতায় পরের পর্যায়ে

স্বাস্থ্য দফতর সূত্রে খবর, রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ১৫ হাজার ৬৪৮। এখনও পর্যন্ত মারা গিয়েছেন ৬০৬ জন। ডিসটার্জ রেট অর্থাৎ সুস্থতার হার বেড়ে হয়েছে ৬৫.১২ শতাংশ। রাজ্যে মোট কোভিড-১৯ টেস্ট হয়েছে ৪ লক্ষ ৩৯ হাজার ২৫৮টি। টেস্টের পাশাপাশি রাজ্যে কোভিড হাসপাতালের সংখ্যাও বাড়ছে। এই মুহূর্তে রাজ্যে ৭৮টি সরকারি এবং ২৫টি বেসরকারি হাসাপাতালে করোনার চিকিৎসা চলছে।

আরও পড়ুুন: ট্রেন-মেট্রো অগস্টের আগে নয়, লকডাউনে রাজ্যে আর কী কী চালু হচ্ছে না জেনে নিন

Coronavirus West Bengal
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy