গঙ্গাসাগরে যোগাযোগ ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তনের পথে বড় পদক্ষেপ করতে চলেছে রাজ্য সরকার। প্রায় ১৭০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত প্রস্তাবিত কংক্রিটের সেতুর শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার দু’দিনের সফরে সাগরদ্বীপে যাচ্ছেন তিনি। সেখানেই একটি সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকে বহুপ্রতীক্ষিত এই সেতুর শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এই সেতুটি তৈরি হয়ে গেলে কাকদ্বীপের লট-৮ থেকে কচুবেড়িয়া পৌঁছোতে আর ভেসেল বা ফেরির উপর নির্ভর করতে হবে না। মুড়িগঙ্গা নদী পারাপারের জটিলতা দূর হবে। ফলে গঙ্গাসাগরের সঙ্গে মূল ভূখণ্ডের স্থায়ী ও নিরবচ্ছিন্ন যোগাযোগ গড়ে উঠবে। প্রশাসনের কর্তাদের মতে, এর ফলে গঙ্গাসাগর পর্যটনে এক নতুন দিগন্ত খুলে যাবে। দেশ-বিদেশের পর্যটকদের যাতায়াত যেমন সহজ হবে, তেমনই স্থানীয় অর্থনীতি ও কর্মসংস্থানের সুযোগও বাড়বে। এই সফরে সেতুর শিলান্যাসের পাশাপাশি গঙ্গাসাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখবেন মুখ্যমন্ত্রী। মেলার পরিকাঠামো, নিরাপত্তা, স্বাস্থ্য পরিষেবা, পানীয় জল ও পরিবহণ ব্যবস্থা নিয়ে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তাঁর। সোমবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রী কপিলমুনির আশ্রমে পুজো দিতে যেতে পারেন বলেও জানা গিয়েছে।
অন্য দিকে, ২০২৬ সালের গঙ্গাসাগর মেলাকে দেশের সামনে ‘মডেল গ্রিন মেলা’ হিসাবে তুলে ধরতে কোমর বেঁধে নেমেছে রাজ্য সরকার। প্লাস্টিকমুক্ত মেলাপ্রাঙ্গণ গড়ে তোলা, পরিবেশবান্ধব সামগ্রী ব্যবহার এবং বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিক পদ্ধতি প্রয়োগের উপর জোর দেওয়া হচ্ছে। স্বচ্ছ ও দূষণমুক্ত পরিবেশ বজায় রেখে গঙ্গাসাগর মেলাকে একটি দৃষ্টান্তমূলক ধর্মীয় মেলা হিসেবে গড়ে তুলতেই এই উদ্যোগ বলে জানিয়েছে প্রশাসন। আগামী ১২-১৫ জানুয়ারি গঙ্গাসাগরে পুণ্যার্থীরা পুণ্যস্নান করবেন। সেই উপলক্ষে জোরকদমে প্রস্তুতি চলছে সাগরদ্বীপে।