Advertisement
E-Paper

বার বার চিঠি দিলেও কেন নিরুত্তর নির্বাচন কমিশন? এ বার চিঠি দিয়ে সেই অভিযোগ জানাল তৃণমূল

অভিযোগপত্রের ছত্রে ছত্রে তুলে ধরা হয়েছে নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ। নির্বাচন কমিশনের সেক্রেটারি রাকেশ কুমারকে চিঠিটি লিখেছেন তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক-ও-ব্রায়েন।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১১ নভেম্বর ২০২৪ ২০:৪৭
নির্বাচন কমিশনের আচরণে খুশী নয় তৃণমূল সংসদীয় দল।

নির্বাচন কমিশনের আচরণে খুশী নয় তৃণমূল সংসদীয় দল। ফাইল ছবি।

নির্বাচন কমিশনের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে নির্বাচনী আধিকারিককেই প্রশ্নের মুখে ফেলে দিল বাংলার শাসকদল তৃণমূল। সোমবার সন্ধ্যায় নির্বাচন কমিশনের সদর দফতরে একটি চিঠি পাঠিয়েছে তারা। সেই অভিযোগপত্রের ছত্রে ছত্রে তুলে ধরা হয়েছে কমিশনের বিরুদ্ধে অভিযোগ। নির্বাচন কমিশনের সচিব রাকেশ কুমারকে চিঠিটি লিখেছেন তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক-ও-ব্রায়েন।

অভিযোগের সুরে চিঠিতে লেখা হয়েছে, ৮ নভেম্বর চিঠি লিখে নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাতের জন্য আবেদন জানিয়েছিল তৃণমূল। তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যসভার দলনেতা ডেরেক-সহ পাঁচ সদস্যের প্রতিনিধিদলের জন্য সাক্ষাতের আবেদন জানিয়েছিল তৃণমূল। সেই লিখিত আবেদনের কোনও জবাব দেয়নি কমিশন। ৯ নভেম্বরও সাক্ষাতের সময় চেয়ে আবেদন করা হয়েছিল বাংলার শাসকদলের তরফে। কিন্তু সে ক্ষেত্রেও কোনও জবাব পাননি তারা। এমনকি কমিশনের তরফে চিঠি প্রাপ্তিস্বীকারটুকুও করা হয়নি।

শেষ পর্যন্ত তৃণমূলের পাঁচ জন প্রতিনিধি নির্বাচন কমিশনের অফিসে গিয়ে তাঁদের দাবিপত্র জমা দিয়ে এসেছেন বলেও কমিশনকে জানানো হয়েছে। ‘মৌলিক সৌজন্য’ দেখিয়ে নামমাত্র ভাবে উপনির্বাচনের প্রচার শেষ হওয়ার কয়েক ঘণ্টা আগে কমিশনকর্তাদের সাক্ষাৎ যে তৃণমূল প্রতিনিধিদলের মনঃপুত হয়নি, তাও চিঠি সাফ জানিয়ে দেওয়া হয়েছে। তৃণমূলের তরফে চিঠিতে লেখা হয়েছে, নির্বাচন কমিশনের প্রতি তাদের অসীম সম্মান রয়েছে। কিন্তু কমিশনের গত তিন দিনের ব্যবহার ভারতীয় সংসদের তৃতীয় শক্তি তৃণমূলের প্রতি ইতিবাচক ছিল না বলেই চিঠির শেষাংশে আক্ষেপের সুরে জানিয়ে দেওয়া হয়েছে।

AITC Derek O’Brien Sudip Bandyopadhyay EC Chief Election Commission
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy