Advertisement
E-Paper

শুভেন্দুর পঞ্চায়েত-মামলার শুনানি হল না হাই কোর্টে, পরবর্তী শুনানি কবে, জানাল আদালত

পঞ্চায়েত ভোট শান্তিপূর্ণ ভাবে করানোর দাবিতে একগুচ্ছ প্রস্তাব দিয়ে হাই কোর্টে জনস্বার্থ মামলা করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০২২ ১২:৪৯
শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে জনস্বার্থ মামলার শুনানি ছিল মঙ্গলবার।

শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে জনস্বার্থ মামলার শুনানি ছিল মঙ্গলবার। ফাইল চিত্র।

পঞ্চায়েত ভোট নিয়ে শুভেন্দু অধিকারী জনস্বার্থ মামলা করেছিলেন। তার শুনানির দিন পিছিয়ে দিল কলকাতা হাই কোর্ট। মঙ্গলবার সকালেই এই মামলার শুনানি হওয়ার কথা ছিল। পশ্চিমবঙ্গে আসন্ন পঞ্চায়েত ভোট শান্তিপূর্ণ হওয়ার দাবিতে ওই জনস্বার্থ মামলা করেছিলেন রাজ্যের বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু। কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর পাশাপাশি বেশ কয়েক দফা প্রস্তাব নিয়ে ওই মামলা করেছিলেন বিজেপি নেতা। মঙ্গলবার সেই মামলারই শুনানি পিছিয়ে দেওয়া হয়েছে।

মঙ্গলবার কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে উঠেছিল শুভেন্দুর মামলা। সেখানে শুভেন্দুর আনা প্রস্তাবের বিরোধিতা করে রাজ্য নির্বাচন কমিশন। পাশাপাশি তারা আদালতকে বলে, এখনই যেন পঞ্চায়েত ভোট নিয়ে কোনও অন্তর্বর্তিকালীন স্থগিতাদেশ না দেওয়া হয়। এ দিকে কমিশনের এই যুক্তির পাল্টা সওয়াল করার জন্য শুভেন্দুর তরফে কোনও আইনজীবী উপস্থিত ছিলেন না আদালতে। এজলাসে জানানো হয়, শুভেন্দুর আইনজীবী অসুস্থ। তাই শুনানিতে উপস্থিত থাকতে পারেননি। এর পরই পিছিয়ে যায় শুনানি। আদালত জানিয়ে দেয়, বুধবার দুপুরে পরবর্তী শুনানি হবে।

প্রসঙ্গত, পঞ্চায়েত ভোট শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করার দাবিতে সোমবারই ওই জনস্বার্থ মামলা করেছিলেন বিরোধী নেতা। ২০১৩ সালের কেন্দ্রীয় বাহিনীর তত্ত্বাবধানে শান্তিপূর্ণ পঞ্চায়েত ভোট এবং ২০১৮ সালে কেন্দ্রীয় বাহিনীর নজরদারি ছাড়া পঞ্চায়েত ভোটে হিংসার প্রসঙ্গ টেনে এনে শুভেন্দু তাঁর আবেদনে বলেছিলেন, আসন্ন পঞ্চায়েত ভোটেও কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানো হোক। এর পাশাপাশি অবসরপ্রাপ্ত কোনও বিচারপতির নজরদারিতে পঞ্চায়েত ভোট করানোরও আর্জি জানিয়েছিলেন শুভেন্দু।

Suvendu Adhikari Panchayat Election Calcutta High Court Public Interest Litigation West Bengal Panchayat Election 2023
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy