Advertisement
১৯ মে ২০২৪

শান্তির বার্তা ইমাম-পুত্রদের

শনিবার রাজ্য শিশু সুরক্ষা কমিশন আয়োজিত শিশু সুরক্ষা দিবসে এসেছিলেন তাঁরা। রবীন্দ্র সদনে ইমামের দুই ছেলের বক্তব্য, দ্রুত নিহত ভাইয়ের নামে তাঁরা একটি ট্রাস্ট তৈরি করবেন।

সংবর্ধনা: ইমাম ইমাদুল্লা রাসেদির দুই ছেলের সঙ্গে শশী পাঁজা। শনিবার রবীন্দ্র সদনে। ছবি: রণজিৎ নন্দী

সংবর্ধনা: ইমাম ইমাদুল্লা রাসেদির দুই ছেলের সঙ্গে শশী পাঁজা। শনিবার রবীন্দ্র সদনে। ছবি: রণজিৎ নন্দী

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১০ জুন ২০১৮ ০৩:৩৩
Share: Save:

ইসলাম হিংসার বদলে হিংসা সমর্থন করে না। সম্ভবত, কোনও ধর্মই সমর্থন করে না। কলকাতায় এসে শান্তি প্রতিষ্ঠার পক্ষে সওয়াল করে গেলেন আসানসোলের নুরানি মসজিদের ইমাম ইমাদুল্লা রাসেদির দুই ছেলে আতাউল্লা এবং ফরিদুল্লা।

শনিবার রাজ্য শিশু সুরক্ষা কমিশন আয়োজিত শিশু সুরক্ষা দিবসে এসেছিলেন তাঁরা। রবীন্দ্র সদনে ইমামের দুই ছেলের বক্তব্য, দ্রুত নিহত ভাইয়ের নামে তাঁরা একটি ট্রাস্ট তৈরি করবেন। যে ট্রাস্টের মূল কাজই হবে এলাকায় শান্তি প্রতিষ্ঠা করা। কেউ যাতে হিংসামূলক কোনও ঘটনায় পা না দেন বা প্ররোচনা না দেন, তার ব্যবস্থাই করবে ট্রাস্ট। আসানসোল-সহ সর্বত্র শান্তি স্থাপনই হবে তাঁদের মূল লক্ষ্য। এ দিন আতাউল্লা বলেন, ‘‘ইসলামে কোথাও হিংসার কথা বলা নেই। আমরা বাবার প্রদর্শিত পথেই চলতে চাই।’’

বস্তুত, শিশু সুরক্ষা কমিশন সংবর্ধিত করতে চেয়েছিল ইমাম ইমাদুল্লা রাসেদিকে। কিন্তু রমজান মাসের রোজা চলছে বলে তিনি নিজে আসতে পারবেন না বলে আগেই জানিয়েছিলেন। পাঠিয়েছিলেন দুই ছেলেকে। সঙ্গে পাঠিয়েছিলেন একটি ভিডিয়ো মেসেজ। সেখানেও শান্তির বার্তাই ছিল। অনুষ্ঠানে যোগ দিয়ে তাঁর দুই ছেলেও আগাগোড়া শান্তির কথা বলেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE