Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Hul Day

Hul Day: হুল দিবসে স্কুল ছুটির ঘোষণা সংসদের, পর্ষদের নেই কোনও নির্দেশ, বিভ্রান্ত পরীক্ষার্থীরা

হুল দিবসে ছুটির ঘোষণা করল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। ভিন্ন অবস্থান মধ্যশিক্ষা পর্ষদের। তারা জানায়, পরীক্ষা চলবে।

গ্রীষ্মাবকাশে স্কুলে দীর্ঘ ছুটি থাকার কারণে পরীক্ষার সূচির বদল হয়েছে।

গ্রীষ্মাবকাশে স্কুলে দীর্ঘ ছুটি থাকার কারণে পরীক্ষার সূচির বদল হয়েছে। —ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৯ জুন ২০২২ ২১:৩০
Share: Save:

হুল দিবসে স্কুল ছুটি থাকার কথা জানাল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। বুধবার তারা একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, হুল দিবসের কারণে বৃহস্পতিবার ছুটি থাকবে উচ্চমাধ্যমিক স্তরের সব স্কুল। ফলে ওই দিন একাদশ এবং দ্বাদশ শ্রেণির কোনও পরীক্ষা থাকলে, তা বাতিল করতে হবে। অন্য দিকে, মধ্যশিক্ষা পর্ষদের তরফে কোনও ছুটির কথা জানানো হয়নি।

গ্রীষ্মাবকাশে স্কুলে দীর্ঘ ছুটি থাকার কারণে পরীক্ষার সূচির বদল হয়েছে। পিছিয়ে গিয়েছে পার্বিক পরীক্ষা। ২৮ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যে পরীক্ষা শেষের নির্দেশ দিয়েছিল মধ্য শিক্ষা পর্ষদ। মধ্যশিক্ষা পর্ষদের দাবি, ‘‘যে হেতু এই পরীক্ষার প্রশ্নপত্র স্কুল তৈরি করে, ফলে যে সব এলাকায় হুল দিবস পালন করা হবে, সেখানে পরীক্ষা স্থগিত রাখা যেতে পারে। অন্যত্র পরীক্ষা নেওয়া যেতে পারে।’’

পর্ষদ ও সংসদের এমন ভিন্ন অবস্থানের কারণে সমস্যায় পড়েছেন ছাত্রছাত্রীরা। এ প্রসঙ্গে মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির দক্ষিণ ২৪ পরগনার জেলা সম্পাদক অনিমেষ হালদার বলেন, ‘‘জেলা স্কুল পরিদর্শক এবং স্কুল ইনস্পেক্টরের অফিস থেকে বৃহস্পতিবার পরীক্ষা না নেওয়ার নির্দেশ দিয়েছে। কিন্তু এখন অনেক স্কুলেই প্রথম পার্বিক পরীক্ষা চলছে। আবার পরীক্ষা বন্ধ রাখার ব্যাপারে মধ্যশিক্ষা পর্ষদ কোনও বিজ্ঞপ্তি জারি করেনি। ফলে সমস্যায় পড়েছে স্কুলগুলি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Hul Day Schools Holiday
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE