Advertisement
১১ মে ২০২৪
mukul roy

Mukul Roy: মুকুলের ‘দলত্যাগ’ মামলায় বুধবার নতুন করে রায় দেবেন স্পিকার বিমান

গত ১১ ফেব্রুয়ারি মুকুলের বিধায়ক পদ খারিজের মামলায় প্রথম রায়দান করেন স্পিকার। শুভেন্দুর আবেদন খারিজ করে জানান, মুকুল বিজেপিতেই আছেন।

শুভেন্দু অধিকারী, বিমান বন্দ্য়োপাধ্য়ায় এবং মুকুল রায়।

শুভেন্দু অধিকারী, বিমান বন্দ্য়োপাধ্য়ায় এবং মুকুল রায়। ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৬ জুন ২০২২ ১৭:৪৫
Share: Save:

দলত্যাগ বিরোধী আইনে মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ হবে কি না, তা নিয়ে বুধবার সিদ্ধান্ত জানাবেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। সোমবার রাজ্য বিধানসভায় এ কথা জানিয়েছেন স্পিকার নিজেই। তিনি বলেন, ‘‘আগামী বুধবার এ বিষয়ে সিদ্ধান্ত ঘোষণা হতে পারে।’’

গত বছর ১১ জুন তৃণমূল ভবনে গিয়ে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন মুকুল। তারপর তাঁর বিধায়ক পদ খারিজের দাবিতে স্পিকারের কাছে আবেদন করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু, স্পিকারের সিদ্ধান্তে সন্তুষ্ট না হয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন শুভেন্দু। এর পর সুপ্রিম কোর্ট মামলাটি কলকাতা হাই কোর্টে ফেরত পাঠিয়েছিল।

মুকুলের বিধায়ক পদ খারিজের দাবিতে মামলায় গত ১১ এপ্রিল স্পিকারকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার কথা বলছিল কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ। আগামী বুধবার ‘পুনর্বিবেচিত সিদ্ধান্ত’ ঘোষণা করবেন স্পিকার বিমান।

গত ১১ ফ্রেব্রুয়ারি স্পিকার বিমান বিজেপির টিকিটে নির্বাচিত হয়ে তৃণমূলে যোগ দেওয়া মুকুলের বিধায়ক পদ বহাল রাখার সিদ্ধান্ত ঘোষণা করেছিলেন। কিন্তু গত বছরের ১১ জুন যে সাংবাদিক বৈঠকে বিজেপি বিধায়ক মুকুল তৃণমূলে যোগ দিয়েছিলেন, সেই সাংবাদিক বৈঠককে ‘প্রমাণ’ হিসেবে ধরে স্পিকারকে সিদ্ধান্ত নিতে বলে দুই বিচারপতির বেঞ্চ।

প্রসঙ্গত, মুকুলের বিধায়ক পদ খারিজের দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অন্য দিকে, বিজেপি বিধায়ক অম্বিকা রায় মুকুলের পিএসি চেয়ারম্যান পদ খারিজের দাবি নিয়ে শীর্ষ আদালতে মামলা করেন। গত মার্চ মাসে বিচারপতি নাগেশ্বর রাও ও বিচারপতি বিআর গভাইকে নিয়ে গঠিত সুপ্রিম কোর্টের বেঞ্চ নির্দেশ দেয়, এক মাসের মধ্যে মামলার নিষ্পত্তি করতে হবে কলকাতা হাই কোর্টকে।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE