এ বার থেকে উচ্চ প্রাথমিকের টেট পাশের বৈধতা সারা জীবন থাকবে। সোমবার বিজ্ঞপ্তিতে জানিয়েছে স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি। ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন (এনসিটিই)-এর আগে নিয়ম ছিল, এক জন উচ্চ প্রাথমিক টেট পাশ করলে তার বৈধতা থাকত সাত বছর। সোমবার এনসিটিই-র তরফে সেই বৈধতাকে আজীবন করা হয়েছে। তা অনুসরণ করে এসএসসি এ রাজ্যেও উচ্চ প্রাথমিকের টেট পাশের বৈধতা সারা জীবন করল।
যদিও কমিশন জানিয়েছে, সারা জীবনের বৈধতা মানে কিন্তু এই নয় যে, এক জন টেট পাশ প্রার্থী ৫৫ বছর বয়সে গিয়েও চাকরির নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। চাকরির নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে নিয়োগকর্তারা যে নিয়ম তৈরি করবেন, সেই নিয়মই কার্যকর হবে। তবে, আগে কোনও প্রার্থী যদি ২১ বছর বয়সে টেট পাস করতেন, তা হলে ২৮ বছর বয়স পর্যন্ত নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারতেন। কিন্তু নতুন নিয়মে সুবিধা হচ্ছে, নিয়োগের ঊর্ধ্বসীমা যদি ৩৫ বছর হয়, তা হলে এখন সেই প্রার্থী ৩৫ বছর বয়স পর্যন্ত নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন।
এসএসসি জানিয়েছে, ২০১২ এবং ২০১৬ সালে যাঁরা উচ্চ প্রাথমিকের টেট পাশ করেছেন, নতুন নিয়ম সেই সমস্ত প্রার্থীর ক্ষেত্রেই প্রযোজ্য হবে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)