এক মৃত নাবালিকার ছবি সমাজমাধ্যমে প্রকাশ করার অভিযোগে বিজেপির তথ্য-প্রযুক্তি শাখার প্রধান অমিত মালবীয়কে শনিবার পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা কমিশন কারণ দর্শানোর নোটিস (শো-কজ়) পাঠিয়েছে। কমিশনের চেয়ারপার্সন তুলিকা দাস এ দিন বিবৃতি দিয়ে জানিয়েছেন, আগামী তিন দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে মালবীয়কে। বিজেপি নেতা নাবালিকার পরিচয় প্রকাশ করে জুভেনাইল জাস্টিস আইনের ৭৪ নম্বর ধারার পরিপন্থী কাজ করেছেন বলে কমিশনের দাবি। যদিও এই প্রেক্ষিতে কমিশনের ভূমিকাকেই নিশানা করেছেন রাজ্য বিজেপির অন্যতম সাধারণ সম্পাদক অগ্নিমিত্রা পাল। তাঁর অভিযোগ, “যে পোস্টটি করা হয়েছিল, তাতে নাবালিকার মুখ ঝাপসা ছিল। এই নিয়ে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ হল। কিন্তু ওই নাবালিকাকে খুনের ঘটনায় যে বা যারা দোষী, তাদের বিরুদ্ধে কেন পদক্ষেপ করা হয়নি? আপনারা (কমিশনের সদস্যেরা) আসলে ন্যায় নয়, রাজনীতি করার জন্য বসে রয়েছেন।”
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)