Advertisement
১১ মে ২০২৪

চাঁচলে বাঘ! গুজব ওড়াল বন দফতর

চাঁচলের রাস্তায় নাকি বাঘ ঘুরে বেড়াচ্ছে! শনিবার রাত থেকেই ফেসবুকে ফিসফিসানিটা শুরু হয়েছিল। হোয়াট্সঅ্যাপেও হানা দিয়েছিল গুজবটা। রবিবার সারাদিন ধরে সেই গুজব থেকেই ছড়াল আতঙ্ক। 

ভাইরাল: সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে এটিকেই। নিজস্ব চিত্র

ভাইরাল: সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে এটিকেই। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
চাঁচল শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০১৮ ০১:২৮
Share: Save:

চাঁচলের রাস্তায় নাকি বাঘ ঘুরে বেড়াচ্ছে! শনিবার রাত থেকেই ফেসবুকে ফিসফিসানিটা শুরু হয়েছিল। হোয়াট্সঅ্যাপেও হানা দিয়েছিল গুজবটা। রবিবার সারাদিন ধরে সেই গুজব থেকেই ছড়াল আতঙ্ক।

যদিও কেউ নিজের চোখে বাঘ দেখেছেন বলে দাবি করেননি। বন দফতরও এটিকে স্রেফ গুজব বলেই উড়িয়ে দিয়েছে। চাঁচলের রেঞ্জার মণীন্দ্রনাথ কর্মকার এ দিন বলেন, ‘‘এলাকায় বাঘ ঘুরে বেড়াচ্ছে এমন কোনও খবর আমাদের কাছে নেই। পুলিশ-প্রশাসনের তরফেও কোনও বার্তা মেলেনি। গুজব বলেই মনে হচ্ছে। তবু আমরা নজর রাখছি।’’ বিষয়টি শুনেছেন চাঁচলের মহকুমাশাসক সব্যসাচী রায়ও। সাংবাদিকের প্রশ্ন শুনেই হেসে ফেলেন তিনি। বলেছেন, ‘‘বন দফতর, পুলিশ কারও কাছেই খবর নেই। মনে হচ্ছে গুজব। এমন গুজব ছড়ানো ঠিক নয়।’’ বাঘ নিয়ে অকারণ গুজব না ছড়াতে প্রশাসনের তরফে সতর্কও করা হয়েছে বলে তিনি জানান।

এলাকা সূত্রের খবর, শনিবার থেকে সোশ্যাল মিডিয়ায় আছড়ে পড়ে বাঘের ছবি। বাঘ কামড়ে ক্ষতবিক্ষত করেছে, এমন ছবিও ‘ভাইরাল’ হয়ে গিয়েছে। সেই বাঘ কখনও চাঁচল লাগোয়া কলিগ্রামে, কখনও অরবরা বা হরিপুর এলাকায় দেখা গিয়েছে বলে গুজব ছড়ায়। সোশ্যাল মিডিয়ায় তা ভাইরাল হতেই অনেকেই আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন। যদিও এ দিন রাত পর্যন্ত কোথাও বাঘের সন্ধান মেলেনি। স্থানীয় এক শিক্ষিকা নার্গিস খাতুন বলেন, ‘‘একটা ভয়ভয় ভাব তো আছেই। গুজব হলে এমনটা করা একেবারেই উচিত নয়।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Tiger Forest Department
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE