ফাইল চিত্র।
ভিডিও কনফারেন্সে মদন তামাঙ্গ হত্যা মামলার বিচারের পর্যাপ্ত পরিকাঠামো নেই বলে জানিয়ে দিলেন দার্জিলিঙের জেলা দায়রা আদালতের বিচারক।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওই মামলার বিচার করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সেই নির্দেশ পেয়ে কলকাতার নগর দায়রা আদালতের মুখ্য বিচারক কুন্দনকুমার কুমাই দার্জিলিংয়ের জেলা আদালতের বিচারকের কাছে কিছু দিন আগে জানতে চান, সেখানকার আদালতে ভিডিও কনফারেন্সের পরিকাঠামো রয়েছে কি না। মঙ্গলবার দার্জিলিং জেলা আদালতের বিচারকের পক্ষ থেকে কলকাতার নগর দায়রা আদালতের মুখ্য বিচারকের কাছে পরিকাঠামো সংক্রান্ত একটি রিপোর্ট পেশ করা হয়।
মদন তামাঙ্গ মামলার তদন্তকারী সংস্থা সিবিআই জানায়, ওই রিপোর্টে জানানো হয়েছে, ভিডিও কনফারেন্সে বিচার প্রক্রিয়া চালাতে গেলে ইন্টারনেট সংযোগ চাই। দার্জিলিং জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রয়েছে। আরও বলা হয়েছে, দার্জিলিং জেলা আদালতের যে ঘরে ভিডিও কনফারেন্সের ব্যবস্থা রয়েছে, সেই ঘর কমবেশি ২০০ বর্গফুট আয়তনের। ওই ঘরে একসঙ্গে ৪৭ জন অভিযুক্তের দাঁড়ানোর জায়গা নেই। এ ছাড়া, দার্জিলিং জেলায় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ঠিক নেই। সেখানে বিকল্প বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাও নেই।
মদন তামাঙ্গ হত্যা মামলায় অভিযুক্তদের অন্যতম আইনজীবী সায়ন দে জানান, এ দিন মুখ্য বিচারক কুন্দনকুমার কুমাই আদালতে আসেননি। ভারপ্রাপ্ত বিচারক সঞ্জয় মুখোপাধ্যায়ের এজলাসে ওই রিপোর্ট পেশ করা হয়। অভিযুক্তদের অন্য আইনজীবী তীর্থঙ্কর ঘোষ বিচারক মুখোপাধ্যায়ের কাছে ওই রিপোর্টের ফটোকপি পাওয়ার আবেদন জানান। বিচারক জানিয়ে দেন, প্রশাসনিক পর্যায়ের ওই রিপোর্ট তিনি দিতে পারেন না। একই সঙ্গে আগামী ১৮ সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করছেন তিনি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy