রাজা রামমোহন সরণিতে নাগরিক প্রতিবাদ। —নিজস্ব চিত্র।
রাস্তায় আলপনা কেটে, প্রদীপ এঁকে, মোমবাতি জ্বালিয়ে কয়েকশো মানুষ ‘তিলোত্তমা’র জন্য বিচার চাইলেন। ছাত্র-ছাত্রীরা প্রতিবাদী কবিতা পাঠ করলেন। গৃহবধূরা আলপনার উপরে মোমবাতির মাধ্যমে স্মরণ করলেন ‘তিলোত্তমা’ কে। আর জি কর-কাণ্ডে নাগরিক প্রতিবাদে এ ভাবেই রবিবার রাতে মুখর হল উত্তর কলকাতার রাজা রামমোহন সরণি। কয়েকশো মানুষের স্লোগানে মুখরিত হল সিটি কলেজ অঞ্চল। ছাত্রীদের কবিতা, গানের পরে মোবাইলের আলো জ্বালিয়ে মিছিল হল। জনতার প্রতিবাদের জেরে ঘণ্টাখানেক বন্ধ ছিল এই রাস্তা। রাজনীতি নিরপেক্ষ মিছিলে অংশ নিয়েছিলেন ধীরাজ নন্দী, সুরজিৎ গুপ্ত, সঞ্জীব সেন, সুমন রায়চৌধুরী প্রমুখ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy