দণ্ডি-কাণ্ডে তৃণমূল নেত্রীকে গ্রেফতারের দাবিতে এ বারে আদিবাসী সংগঠনের যৌথ মঞ্চ আন্দোলনে নামল। মঙ্গলবার মঞ্চের তরফে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে মিছিল, বিক্ষোভ, সভা করা হয়। দাবি করা হয় ঘটনায় জড়িত অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করতে হবে। শাসক দল ও প্রশাসনকে দুষেছেন সংগঠনের নেতারা। পুলিশের আধিকারিকেরা জানান, দ্রুত দোষীদের চিহ্নিত করা হবে। দক্ষিণ দিনাজপুর জেলায় আজ আদিবাসী তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি দেবু টুডুকে এনে সভা করার কথা জানিয়েছে শাসক দল।
৭ এপ্রিল তপনের চার আদিবাসী মহিলাকে দিয়ে দণ্ডি কাটিয়ে তৃণমূলে যোগ দেওয়ানোর অভিযোগে আঙুল ওঠে মহিলা তৃণমূলের জেলা সভাপতি প্রদীপ্তা চক্রবর্তীর বিরুদ্ধে। বিতর্ক হতেই তাঁকে পদ থেকে সরায় দল। পুলিশের তরফে দাবি, অভিযুক্তের নাম লিখিত অভিযোগে দেওয়া হয়নি। এই ঘটনার প্রতিবাদে, জেলার আদিবাসীদের যৌথ মঞ্চ বালুরঘাটে জেলা প্রশাসনিক ভবন ঘেরাও করে জেলাশাসকের দফতরে স্মারকলিপি দেয়। সংগঠনের সভাপতি সুনীল বাঘোয়ার বলেন, “জানতে এসেছি, অভিযুক্ত কেন ধরা পড়লেন না।’’
এলাকার সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার পাল্টা বিঁধেছেন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারকে। সুকান্ত বলেন, ‘‘আদিবাসী সম্প্রদায়ের সংগঠনকে বলব, অপরূপা পোদ্দারের বাড়ি ঘেরাও করতে।” জবাবে অপরূপা বলেন, ‘‘আমার পার্টিতে দণ্ডি কেটে দলে আসতে হবে, এমন কোনও নিয়ম নেই।’’ তৃণমূলের দক্ষিণ দিনাজপুর তফসিলি জাতি ও জনজাতি সেল-এর জেলা সভাপতি সন্তোষ হাঁসদা বলেন, ‘‘একটা অন্যায় হয়েছে। দল পদক্ষেপও করেছে।’’ তাঁর সংযোজন, ‘‘বিরোধীরা বিষয়টি নিয়ে রাজনীতি করলে, পাল্টা, রাজনৈতিক ভাবে মোকাবিলা করা হবে।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)