বাংলাদেশ থেকে প্রাণ বাঁচাতে যাঁরা ভারতে ঢুকছেন, তাঁদের গ্রেফতার না করার অনুরোধ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপি প্রভাবিত একটি অরাজনৈতিক সংগঠনের উদ্যোগে রবিবার ভারতীয় জাদুঘরে ‘বাংলাদেশ ইন ক্রাইসিস’ শীর্ষক আলোচনা-সভায় যোগ দিয়েছিলেন তিনি। বর্তমানে ‘পাকিস্তানপন্থী শক্তি’ বাংলাদেশ চালাচ্ছে বলে অভিযোগ করে ১৯৭১-এর মুক্তিযুদ্ধের সময়ে শরণার্থীদের এবং বর্তমানে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার কথা তুলে ধরেছেন বিরোধী দলনেতা। তার পরেই কেন্দ্রের উদ্দেশে তাঁর বক্তব্য, “প্রাণ-ভয়ে সনাতনী মানুষ ভারতে আসছেন। ভারত চিরকাল অতিথি দেব ভব ভাবনায় বিশ্বাসী। যাঁরা প্রাণ বাঁচাতে এই দেশে আসছেন, তাঁদের যাতে গ্রেফতার না করা হয়, সেই অনুরোধ করব।” মুক্তিযুদ্ধে ভারতের সেনাবাহিনীর ভূমিকা স্মরণ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে জয়ধ্বনিও দিয়েছেন বিরোধী দলনেতা। পাশাপাশি, ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে রাজনৈতিক কারণে সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে ‘বাধা’ এবং সেনা-চৌকি, ছাউনির জন্য জমি না দেওয়ার অভিযোগও তুলেছেন শুভেন্দু।
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)