বিক্রেতা সেজে চোরাই জিনিস বিক্রির একটি আন্তর্জাতিক চক্রের সন্ধান পেলেন লালবাজারের গোয়েন্দারা। গ্রেফতার করা হয়েছে ওই চক্রের তিন সদস্যকে, যাদের জেরা করে উদ্ধার করা হয়েছে বাংলাদেশে পাচারের জন্য নিয়ে আসা বিভিন্ন চোরাই বৈদ্যুতিন সামগ্রী।
লালবাজার জানিয়েছে, ধৃতদের নাম মিনাজুল শেখ ওরফে মিনা, ওহিদুল মণ্ডল এবং শাহাবুল মণ্ডল। তিন জনেরই বাড়ি মুর্শিদাবাদের জলঙ্গিতে, ভারত-বাংলাদেশ সীমান্তের কাছে। জলঙ্গি থেকে তাদের পাকড়াও করে লালবাজারের চুরি দমন শাখা। শুক্রবার আলিপুর আদালতে তোলা হলে বিচারক তাদের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। পুলিশের দাবি, ওই চক্রের পান্ডা মিনা। তার সঙ্গেই এই চক্রের বাংলাদেশি সদস্যদের যোগাযোগ ছিল। মিনার মোবাইল থেকে বেশ কয়েক জন বাংলাদেশির নম্বর মিলেছে, যারা এ রাজ্যের চোরাই সামগ্রী কিনে নিয়ে যেত বাংলাদেশে বিক্রির জন্য।
পুলিশ জানায়, যাদবপুর থানা এলাকার একটি বাড়ি থেকে ল্যাপটপ, ক্যামেরা, আইপডের মতো দামি বৈদ্যুতিন সামগ্রী চুরি যায়। সেই ঘটনায় জয়দেব জানা নামে এক দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ। জেরায় সে-ই মিনার কথা জানায়।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)