Advertisement
E-Paper

তৃণমূল কর্মী খুনে ধৃত তিন, আবার বোমাবাজি

ভোট মিটে যাওয়ার পর দিনও বোমাবাজি থামল না কাটোয়ায়। শনিবার ভোটের দিন বোমা-গুলিতে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল এই শহর। খুন হন এক তৃণমূল কর্মী। তার পরে রবিবারও বোমাবাজি হল শহরের কিছু জায়গায়। এ দিন দলের নিহত কর্মীর বাড়িতে আসেন যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০১৫ ০৩:০৯
ভোটের দিন কাটোয়ায় নিহত তৃণমূল কর্মী ইন্দ্রজিত্ সিংহের বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও ববি হাকিম। ছবি: অসিত বন্দ্যোপাধ্যায়।

ভোটের দিন কাটোয়ায় নিহত তৃণমূল কর্মী ইন্দ্রজিত্ সিংহের বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও ববি হাকিম। ছবি: অসিত বন্দ্যোপাধ্যায়।

ভোট মিটে যাওয়ার পর দিনও বোমাবাজি থামল না কাটোয়ায়।

শনিবার ভোটের দিন বোমা-গুলিতে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল এই শহর। খুন হন এক তৃণমূল কর্মী। তার পরে রবিবারও বোমাবাজি হল শহরের কিছু জায়গায়। এ দিন দলের নিহত কর্মীর বাড়িতে আসেন যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। দলের কর্মীদের মনোবল বাড়াতে শহরে ঘুরে যান প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীও। এই পরিস্থিতিতে আজ, সোমবার কাটোয়ায় ৮টি বুথে পুনর্নির্বাচন হবে।

এ দিন বিকেল ৪টে নাগাদ ১৪ নম্বর ওয়ার্ডে নিহত তৃণমূল কর্মী ইন্দ্রজিৎ সিংহের বাড়িতে পৌঁছন অভিষেক, ফিরহাদ ও ইন্দ্রনীল সেন। ইন্দ্রজিতের মা সুষমা সিংহ তাঁদের কাছে অভিযোগ করেন, ‘‘যে ছেলের উপরে সংসার নির্ভরশীল ছিল, কংগ্রেসের লোকেরা তাঁর প্রাণ কেড়ে নিল।’’ অভিষেক আশ্বাস দেন, ‘‘আপনার ছেলেকে আমরা ফিরিয়ে দিতে পারব না। কিন্তু সব সময় পাশে থাকব।’’ ফিরহাদ বলেন, ‘‘মুখ্যমন্ত্রী আমাদের এখানে পাঠিয়েছেন। বিরোধীরা সন্ত্রাস করেছে। প্রশাসনকে কঠোর ভাবে দমন করতে হবে।’’

নিহতের ভাই সুরজিৎ সিংহ পুলিশে অভিযোগ করেছেন, কাটোয়ার কংগ্রেস বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের ষড়যন্ত্রেই তাঁর দাদাকে খুন করা হয়েছে। অভিযোগে আরও সাত কংগ্রেস কর্মীর নাম লিখেছেন তিনি। তৃণমূল সাংসদ অভিষেক বলেন, ‘‘গণতন্ত্র রক্ষা করতে গিয়ে খুন হলেন এক জন। ভোট লুঠও করা হয়েছে। অপরাধীরা পার পাবে না।’’ বিধায়ক রবীন্দ্রনাথবাবু অবশ্য দাবি করেন, ‘‘খুনের ঘটনা দুঃখজনক। কিন্তু গোটাটাই ঘটেছে বহিরাগতদের আক্রমণে। এখন আমাদের নামে মিথ্যে দোষ চাপানো হচ্ছে।’’ পুলিশ জানায়, তৃণমূল কর্মী খুনে অভিযোগে নাম থাকা এক জন-সহ মোট তিন জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতেরা এলাকায় কংগ্রেস কর্মী বলে পরিচিত। এ ছাড়া ইভিএম ভাঙা, পুলিশের উপরে হামলা-সহ নানা অভিযোগে আরও ৩৯ জনকে ধরা হয়েছে।

এ দিন অভিষেক, ফিরহাদেরা ফিরে যাওয়ার সময়ে তাঁদের সামনেই দলের জেলা সভাপতি (গ্রামীণ) স্বপন দেবনাথের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন জনা কয়েক তৃণমূল কর্মী। তাঁদের অভিযোগ, স্বপনবাবুর জন্য কাটোয়ায় দলের সংগঠন বাড়ছে না। তাঁকে পদ থেকে সরানোর দাবিতে স্লোগান দেওয়া হয়। অভিষেকরা যদিও এ নিয়ে কোনও প্রতিক্রিয়া দেননি। স্বপনবাবু বলেন, ‘‘কাটোয়ার মানুষ জানেন, তৃণমূলের লড়াইয়ের জন্য আমি সেখানে কী করেছি। তাই কে কী বলল, সে নিয়ে কিছু বলব না।’’

এর আগে কাটোয়া ঘুরে যান প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর। দলের কর্মীদের নিয়ে একটি বৈঠক করেন তিনি। পরে তাঁর অভিযোগ, ‘‘এখানে কংগ্রেস শক্তিশালী। তৃণমূল নেত্রীর তা পছন্দ নয় বলে উপড়ে ফেলতে চাইছেন। পুরভোট প্রহসন হয়েছে। আমরা আদালতে যাব।’’ তিনি আরও বলেন, ‘‘খুনের ঘটনার নিরপেক্ষ তদন্ত হোক। রাজ্য জুড়ে যা সন্ত্রাস চলছে এ বার হয়তো মানুষ পুলিশের বন্দুক কেড়ে প্রতিবাদ করবেন!’’

অধীর ফিরে যাওয়ার পরেই শহরের থানা রোড ও পুরসভা মোড়ে বোমাবাজি হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরবাইকে চড়ে কিছু দুষ্কৃতী কয়েকটি বোমা ফাটিয়ে চলে যায়। ১৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী সঞ্জীব মুখোপাধ্যায় অভিযোগ করেন, তাঁর বাড়ির সামনে কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা বোমাবাজি করেছে। কংগ্রেস নেতাদের পাল্টা দাবি, শনিবারের মতো এ দিনও বোমা ফাটায় তৃণমূলের লোকেরাই। বোমাবাজির খবর পেয়ে অধীর জানান, পুনর্নির্বাচন শান্তিতে করতে নির্বাচন কমিশন, রাজ্য পুলিশের ডিজি, বর্ধমানের জেলাশাসক ও পুলিশ সুপারকে অনুরোধ করেছেন তিনি।

Boby Hakim Trinamool Tmc Municipal election Abhisekh Bandopadhyay Mamata Bandopadhyay Police Murder
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy