পুজোর মেঘের আনাগোনা শুরু হয়ে গিয়েছে আকাশে। ক্যালেন্ডারও আশ্বিনের জানান দিচ্ছে। কিন্তু বঙ্গোপসাগরে এখনও সক্রিয় ঘূর্ণাবর্ত। বর্ষা এখনও বিদায় নেয়নি। ফলে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি চলবে। উত্তরবঙ্গে ভারী বর্ষণের সম্ভাবনার কথাও জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
সাগরে কিছু দিন আগেই ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল। এখন তা পূর্ব বিহার এবং সংলগ্ন অঞ্চলের উপরে রয়েছে। সমুদ্রপৃষ্ঠ থেকে ঘূর্ণাবর্তটি এখন দেড় কিলোমিটার উঁচুতে। মূলত এর প্রভাবেই বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে ঢুকছে। তার ফলে উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি চলবে দক্ষিণেও।
আরও পড়ুন:
হাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার আলিপুরদুয়ারের কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী (৭ থেকে ২০ সেন্টিমিটার) বৃষ্টির সম্ভাবনা ছিল। শুক্রবার ভারী বৃষ্টি (৭ থেকে ১১ সেন্টিমিটার) হতে পারে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। শনিবার সেই সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। উত্তরবঙ্গের বাকি জেলায় বিক্ষিপ্ত ভাবে হতে পারে বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণ।
শুক্রবার বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, দক্ষিণ ২৪ পরগনা এবং পশ্চিম মেদিনীপুরের দু’একটি জায়গায়। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। শনিবার এবং রবিবার সতর্কতা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, বীরভূম এবং মুর্শিদাবাদে। এ ছাড়াও সোমবার দক্ষিণের প্রায় সব জেলাতেই কমবেশি বৃষ্টি হতে পারে।