দক্ষিণবঙ্গের সাতটি জেলায় শনিবার ঝড়বৃষ্টির কমলা সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। ওই জেলাগুলিতে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সেই সঙ্গে থাকবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। কলকাতা-সহ বাকি জেলাগুলিতেও ঝড়বৃষ্টি হতে পারে। আপাতত তাপমাত্রার পরিবর্তন হচ্ছে না।
বৃহস্পতিবার রাতে কলকাতা এবং শহরতলিতে ব্যাপক ঝড়বৃষ্টি হয়েছে। শহরের অনেক রাস্তায় জল জমে গিয়েছিল। ভেঙে পড়েছিল একাধিক গাছ। এর ফলে যান চলাচল ব্যাহত হয়, সমস্যা হয় ট্রেন পরিষেবাতেও। শনিবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। এই জেলাগুলিতে ঝোড়ো হাওয়ার গতি থাকবে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার। এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
আরও পড়ুন:
সারা সপ্তাহ ধরেই দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি চলতে পারে। তবে রবিবার কলকাতা-সহ কয়েকটি জেলায় আলাদা করে আর সতর্কতা নেই। সতর্কতা জারি করা হয়েছে আবার সোমবার থেকে। মঙ্গলবার পর্যন্ত দক্ষিণের সব জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি এবং ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস রয়েছে। আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গে তাপমাত্রার বড় কোনও পরিবর্তন হবে না।
উত্তরবঙ্গেও মঙ্গলবার পর্যন্ত টানা বৃষ্টির সতর্কতা রয়েছে। সঙ্গে হাওয়ার বেগ থাকতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটারের মধ্যে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তাপমাত্রা উত্তরবঙ্গেও আপাতত একই রকম থাকছে।
শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস, যা প্রায় স্বাভাবিক। শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে যা ৩.৪ ডিগ্রি কম।