সকাল থেকেই আকাশের মুখভার। আলিপুর জানিয়েছে, বৃহস্পতিবারও উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে পারে। সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে। তবে বৃষ্টি হলেও ভ্যাপসা গরম এখনই কমছে না। মঙ্গলবার রাতের বৃষ্টির পর থেকে গরমের কারণে অস্বস্তি সামান্য কমলেও আকাশ মেঘলা থাকার কারণে ফের হাঁসফাঁস পরিস্থিতি।
আরও পড়ুন:
মঙ্গলবার রাতের বৃষ্টির পর বুধবার সকালে তাপমাত্রা এক ধাক্কায় ৬ ডিগ্রি কমে গিয়েছিল। বৃহস্পতিবার ফের তা বেড়ে গিয়েছে। বৃহস্পতিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস। বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.২ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবারও দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকাল থেকে আকাশ মেঘলা। কোথাও কোথাও ভ্যাপসা গরমের সঙ্গেই পাল্লা দিয়ে দুর্যোগ চলবে বলে জানিয়েছে আলিপুর। সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে। তবে শুক্রবার থেকে আর তেমন বৃষ্টির সম্ভাবনা নেই।
বৃহস্পতিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই কমবেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান এবং মুর্শিদাবাদে ঝড়বৃষ্টি হতে পারে। দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে ঝড়ের গতিবেগ থাকবে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার। বাকি জেলায় ঝড়ের প্রকোপ কম থাকলেও সব জেলাতেই কমবেশি দুর্যোগের সম্ভাবনা রয়েছে। অন্য দিকে, বৃহস্পতিবার উত্তরবঙ্গের সব জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরের আট জেলাতেই জারি হয়েছে হলুদ সতর্কতা।