সমাবেশে যোগ দিতে যাওয়ার সময়ে চাকদহে বাধার মুখে পড়লেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। লাঠি দিয়ে তাঁর গাড়ির কাচ ভেঙে দেয় বিক্ষোভকারীরা। কয়েক জনের হাতে তৃণমূলের পতাকা ছিল। শমীকের গায়ে কাচের টুকরো লাগে।
বাঁকুড়ায় খাতড়ায় বৃহস্পতিবারের দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে বুধবার রাতে হামলার মুখে পড়লেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষও। ঘটনার সময়ে বিজেপির বাঁকুড়া জেলা সহ-সভাপতি অচ্যুতানন্দ ঘোষের বাড়ি থেকে খেয়ে বেরোচ্ছিলেন তিনি। সঙ্গে ছিলেন দলের জেলা সভাপতি বিবেকানন্দ পাত্র। বিবেকানন্দবাবুর অভিযোগ, ‘‘গাড়ি রাখা নিয়ে কিছু লোক বচসা শুরু করে। দিলীপবাবু গাড়ির ভিতরে ঢুকতেই পাথর ছোড়া শুরু হয়।’’
ঘটনায় তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলেছেন তিনি। যদিও জেলা তৃণমূল নেতা জয়ন্ত মিত্র বলেছেন, ‘‘প্রচার পাওয়ার স্বার্থে নাটক করছে বিজেপি।’’ পুলিশ জানিয়েছে, অভিযোগ পেলে তদন্ত হবে।