শ্যামাপ্রসাদের মূর্তি ভাঙাকে কেন্দ্র করে আরও সরগরম কলকাতা। বুধবার বিজেপি কর্মীদের শ্যামাপ্রসাদের মূর্তির কাছাকাছি পৌঁছতেই দেয়নি তৃণমূল। বৃহস্পতিবার সকালে মূর্তি শুদ্ধিকরণ কর্মসূচি নিয়ে ফের কেওড়াতলা মহাশ্মশান চত্বরে ঢোকার চেষ্টা করেন বিজেপি কর্মী-সমর্থকরা। ফের আক্রান্ত হন তৃণমূলের হাতে। বাধা পেয়েই আরও বড় মিছিল নিয়ে লেক মার্কেটের সামনে থেকে কেওড়াতলা শ্মশানের দিকে এগোতে শুরু করেন দিলীপ ঘোষ, লকেট চট্টোপাধ্যায়রা। রাসবিহারী মোড়ে পুলিশ আটকে দেয় মিছিল।
সব মিলিয়ে সকাল থেকেই বড়সড় বিশৃঙ্খলার তৈরি হয় দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকায়। কেওড়াতলায় সকালেই তৃণমূল-বিজেপি সংঘর্ষ হয়েছিল। তার জেরে এলাকায় বন্ধ হয়ে যায় অধিকাংশ দোকানপাট। উত্তেজনা ছড়ায় রাসবিহারী চত্বরেও।
রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষের নেতৃত্বে মিছিল শুরু হওয়ার পরে আরও বাড়ে উত্তেজনা। বড়সড় জমায়েতকে সঙ্গী করেই কেওড়াতলা শ্মশানের দিকে এগোন দিলীপ-লকেটরা। বিজেপি কর্মী-সমর্থকরা প্যাকেটে এবং কলসিতে করে দুধ ও গঙ্গাজল নিয়ে মিছিলে সামিল হন। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যে মূর্তি আক্রান্ত হয়েছিল বুধবার, সেই মূর্তিতে দুধ ও গঙ্গাজল ঢেলে তার শুদ্ধিকরণ করা হবে বলে বিজেপির তরফে জানানো হয়।