Advertisement
২৩ এপ্রিল ২০২৪
TMC

TMC-BJP: কেন্দ্রীয় দলের সামনেই তৃণমূল-বিজেপি সংঘর্ষ

বৃহস্পতিবার দুপুরে নদিয়ার হবিবপুরে রানাঘাট-১ নম্বর বিডিও অফিসে এই ঘটনায় শেষে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।

প্রতীকী ছবি।

সৌমিত্র সিকদার
রানাঘাট শেষ আপডেট: ১২ অগস্ট ২০২২ ০৬:২১
Share: Save:

কেন্দ্রীয় প্রতিনিধি দলের কাছে ‘প্রধানমন্ত্রী আবাস যোজনা’ প্রকল্পের ঘর বিলি নিয়ে দুর্নীতির অভিযোগ করতে গিয়েছিলেন স্থানীয় বিজেপি কর্মীরা। সেই সময় প্রতিনিধিদের সামনেই তৃণমূল কর্মীদের সঙ্গে তাঁদের তর্কাতর্কি ও তার পর ব্যাপক মারামারি শুরু হয় বলে অভিযোগ। বৃহস্পতিবার দুপুরে নদিয়ার হবিবপুরে রানাঘাট-১ নম্বর বিডিও অফিসে এই ঘটনায় শেষে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।

তৃণমূল ও বিজেপি পরস্পরের বিরুদ্ধে হামলার অভিযোগ জানিয়েছে। রানাঘাট-১ নম্বরের বিডিও সঞ্জীব সরকারের কথায়, ‘‘আমার অফিসের সামনে কয়েক জন জড়ো হয়ে চিৎকার করছিলেন। তাতে কেন্দ্রীয় দলের কাজের কোনও সমস্যা হয়নি। কাজ শেষ করে প্রতিনিধিরা যাতে সুষ্ঠু ভাবে চলে যেতে পারেন, তার জন্য আমি পুলিশ ডেকেছিলাম।’’

এ দিন দুপুরে রানাঘাট বিডিও অফিসে আসেন কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যেরা। সেই সময় ওই ব্লকের বারাসত গ্রাম পঞ্চায়েত এলাকার কিছু বিজেপি কর্মী তাঁদের সঙ্গে দেখা করে আবাস যোজনায় দুর্নীতি নিয়ে কিছু অভিযোগ জানান। অভিযোগ, তাঁদের সঙ্গে কথা বলার সময় বিডিও-র ঘরের সামনেই অভিযোগকারীদের বাধা দেন স্থানীয় তৃণমূল কর্মীরা। দু’পক্ষের গোলমাল বাধে। শিব মণ্ডল নামে বিজেপি-র এক পঞ্চায়েত সদস্যকে মারধর করা হয় বলে অভিযোগ।

এর পর বিজেপি পাল্টা তৃণমূলের উদ্দেশে ‘চোর-চোর’ বলে স্লোগান দেওয়া শুরু করে। তাতে তর্কাতর্কি থেকে শুরু হয় হাতাহাতি। আশপাশের এলাকা থেকে তৃণমূল কর্মীরা বিডিও অফিসের সামনে চলে আসেন। তৃণমূল এবং বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। কয়েক জন আহত হন।

বিজেপির বিধায়ক তথা নদিয়া দক্ষিণ জেলা সভাপতি পার্থসারথী চট্টোপাধ্যায় বলেন, ‘‘বারাসত গ্রাম পঞ্চায়েত এলাকায় আবাস যোজনার ৫৬টি ঘর নিয়ে প্রতিনিধি দলের কাছে অভিযোগ জানানো হয়েছিল। সেই সময় তৃণমূল আমাদের কর্মীদের মারধর করে। আমাদের ১২ জন আহত হয়েছেন। পুলিশের কাছে অভিযোগ জানিয়েছি।’’

এর পাল্টা রানাঘাট-১ নম্বর ব্লকের তৃণমূলের সভাপতি তাপস ঘোষ বলেন, ‘‘কেন্দ্রীয় প্রতিনিধি দল এসেছিল। সেখানে বিজেপির কিছু কর্মী জমায়েত হয়েছিলেন। আমাদের কর্মীরা পাশে রাখীবন্ধন উৎসব করছিলেন। কেন্দ্রীয় দল এসেছে বলে তাঁরা দেখতে গিয়েছিলেন। তখন ওঁদের মারা হয়েছে। ৫ জন আহত হয়েছেন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

TMC BJP Clash
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE