Advertisement
E-Paper

শাহের অম্বেডকর-মন্তব্যের প্রতিবাদে সোমবার পথে নামছে তৃণমূল, সারা রাজ্যে মিছিলের ঘোষণা মমতার

মঙ্গলবার রাজ্যসভায় সংবিধান-বিতর্কে কংগ্রেসকে আক্রমণ করতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘‘এখন এক ফ্যাশন হয়েছে— অম্বেডকর, অম্বেডকর, অম্বেডকর, অম্বেডকর, অম্বেডকর, অম্বেডকর।’’

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০২৪ ১৮:১১
(বাঁ দিকে) অমিত শাহ। (ডান দিকে) মমতা বন্দ্যোপাধ্যায়।

(বাঁ দিকে) অমিত শাহ। (ডান দিকে) মমতা বন্দ্যোপাধ্যায়। —ফাইল চিত্র।

ভারতীয় সংবিধানের প্রণেতা বিআর অম্বেডকরকে নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ‘বিতর্কিত’ মন্তব্যের প্রতিবাদে পথে নামছে তৃণমূল। দলের সর্বময় নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা, ‘‘আগামী ২৩ ডিসেম্বর দুপুর ২টো থেকে ৩টে পর্যন্ত রাজ্যের প্রতিটি ব্লক এবং পুরসভায়, কলকাতার প্রতিটি ওয়ার্ডে প্রতিবাদ মিছিল সংঘটিত হবে।’’

মঙ্গলবার রাজ্যসভায় সংবিধান-বিতর্কে কংগ্রেসকে আক্রমণ করতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘‘এখন এক ফ্যাশন হয়েছে— অম্বেডকর, অম্বেডকর, অম্বেডকর, অম্বেডকর, অম্বেডকর, অম্বেডকর...। এত বার যদি ভগবানের নাম নিতেন তবে সাত জন্ম স্বর্গবাস হত।’’ তিনি আরও বলেন, ‘‘১০০ বার অম্বেডকরের নাম নেওয়া হয়। কিন্তু আমি বলতে চাই, তাঁর প্রতি আপনাদের অনুভূতি কী? জওহরলাল নেহরুর সঙ্গে অম্বেডকরের অনেক মতপার্থক্য ছিল। সেই কারণে নেহরুর মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন তিনি।’’ এই মন্তব্যের পর তোলপাড় শুরু হয় দেশের রাজনীতিতে। সংসদের বাইরে অম্বেডকরের ছবি নিয়ে বিক্ষোভ দেখান কংগ্রেস সাংসদেরা। লোকসভায় সাংসদ প্রতাপচন্দ্র ষড়ঙ্গীকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার অভিযোগ ওঠে রাহুলের বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। মমতার দাবি, সংবিধান প্রণেতা বাবাসাহেবকে অপমান করেছে বিজেপি। সমাজমাধ্যমে মুখ্যমন্ত্রী লেখেন, ‘‘এই জাতিবিদ্বেষী বিজেপি সরকারকে ধিক্কার! সংবিধানবিরোধী বিজেপি বারংবার মহান দেশের গণতন্ত্রের উপর আঘাত হেনে চলেছে। যত দিন যাচ্ছে, তত তাদের দলিতবিরোধী মুখোশ উন্মোচিত হচ্ছে।’’ মমতার দাবি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সংসদের মর্যাদাকে লঙ্ঘন করেছেন। তাঁর কথায়, ‘‘কেবলমাত্র বাবাসাহেবের অপমান নয়, এটা আমাদের সংবিধানের মেরুদণ্ডের উপর আঘাত। দলিত ও আদিবাসী ভাইবোনদের প্রতি বিশ্বাসঘাতকতা।’’

তৃণমূলনেত্রীর ঘোষণা এবং আগামী সোমবার তাঁদের কর্মসূচি নিয়ে বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের কটাক্ষ, ‘‘যাঁরা অম্বেডকরকে কখনও সম্মান দেননি, আম্বেডকরের জীবন ও আদর্শ সম্পর্কে যাঁদের ধারণা নেই, তাঁদের মুখে এ সব কথা শোভা পায় না। আর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর গোটা বক্তব্য শুনলে বোঝা যায়, তিনি সংবিধান প্রণেতা অম্বেডকর সম্পর্কে একটিও অসম্মানজনক শব্দ উচ্চারণ করেননি বা ভাবনা প্রকাশ করেননি।’’

Mamata Banerjee TMC BJP Amit Shah
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy