Advertisement
১৯ এপ্রিল ২০২৪
ABVP

ABVP: টাইগারের থাবায় ভাঙন জলপাইগুড়ির বিজেপি শিবিরে, হাতছাড়া হল টোটো ইউনিয়ন

সোমবার বিকেলে বানারহাট ব্লকের সাঁকোয়াঝোরা এবং নম্বর গ্রাম পঞ্চায়েতের তেলিপাড়াতে এই যোগদান পর্ব অনুষ্ঠিত হয়।

তৃণমূলের যোগদান মেলা।

তৃণমূলের যোগদান মেলা। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০২২ ২০:০১
Share: Save:

ডুয়ার্সে টাইগারের থাবায় বড়সড় ভাঙন বিজেপিতে। জলপাইগুড়ির তৃণমূল নেতা তথা আইএনটিটিইউসি-র জলপাইগুড়ি জেলার সভাপতি রাজেশ লাকরা ওরফে টাইগারের হাত ধরে এবিভিপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন ছাত্রনেতা প্রতীক দাস। একই সঙ্গে শতাধিক টোটোচালকও তাদের দলে যোগ দিয়েছে বলে তৃণমূলের দাবি। তার জেরে টোটো ইউনিয়ন বিজেপি-র হাতছাড়া হয়েছে বলেও দাবি আইএনটিটিইউসি নেতৃত্বের।

সোমবার বিকেলে বানারহাট ব্লকের সাঁকোয়াঝোরা এবং নম্বর গ্রাম পঞ্চায়েতের তেলিপাড়াতে এই যোগদান পর্ব অনুষ্ঠিত হয়। যোগদান পর্ব শেষে রাজেশ সাংবাদিকদের বলেন, ‘‘এবিভিপি-র লড়াকু ছাত্রনেতা প্রতীক দাস আমাদের দলে যোগদান করেছেন। পাশাপাশি প্রায় শতাধিক টোটোচালকও তৃণমূলে যোগ দিয়েছেন । এর ফলে এখানে তৃণমূলের টোটো ইউনিয়ন তৈরি হল।’’

বিজেপি-র ধূপগুড়ি উত্তর-পূর্ব মণ্ডলের সভাপতি বিশ্বনাথ রায় বলেন, ‘‘প্রতীক দাস সরাসরি বিজেপি-র সঙ্গে কখনই যুক্ত ছিলেন না। উনি কলেজ জীবন থেকেই টিএমসিপি-র সঙ্গে যুক্ত। এর পর দলবদল করে এবিভিপি-তে যোগ দেন। টোটো ইউনিয়নের অধিকাংশটাই এখনও পর্যন্ত আমাদের দখলে রয়েছে। দু’-এক জন তৃণমূলে গেলে যেতেও পারেন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

ABVP TMCP North Bengal
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE