রাজ্যে আগামী ২০২৬ সালের ভোট-প্রস্তুতিতে সংগঠনে নজরদারিকে অন্যতম গুরুতর বিষয় হিসেবে দেখছে তৃণমূল। সেই লক্ষ্যে দলের জেলাওয়াড়ি বৈঠকে মুখোমুখি বসে অভিষেক বন্দ্যোপাধ্যায় কখনও শুনছেন, তাঁর মনোনীত জেলা সভাপতিই সর্বনাশ করছেন দলের। আবার জেলার গুরুত্বপূর্ণ নেতার সুপারিশ ফিরিয়ে তিনি বলে দিচ্ছেন, হবে না। তলায় তলায় বিজেপির সঙ্গে যোগাযোগ! সংগঠনে একক কর্তৃত্ব রেখে এই ভাবে আলোচনা চালাচ্ছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
প্রতিষ্ঠান-বিরোধিতার নিরিখে আসন্ন বিধানসভা নির্বাচন তিন বারের তৃণমূল সরকারের জন্য খুব মসৃণ নয়, এমন ধারণা আছে রাজনৈতিক শিবিরের একাংশে। সেই চাপ মাথায় রেখে প্রশাসনের পাশাপাশি সাংগঠনিক ফাঁক-ফোকর বোজাতে নেমেছে তৃণমূল। সংগঠনে নিষ্ক্রিয়তা এবং ‘অন্তর্ঘাত’ নিয়েই চিন্তায় রয়েছেন দলীয় নেতৃত্ব। দলের তরফে একাধিক বিষয়ে যে সব সমীক্ষা হয়েছে, তাতে নানা ভাবে ব্লক, টাউন ও বুথ স্তরে ছড়িয়ে থাকা এই জোড়া কাঁটা চিহ্নিত করেছেন শাসক নেতৃত্ব। তার ভিত্তিতেই বুথ স্তরে বিজেপির সঙ্গে যোগাযোগে থাকা পদাধিকারীদের এ বারের ভোটের দায়িত্ব থেকে দূরে রাখতে চাইছেন অভিষেক। সে কথা বলেও দিয়েছেন জেলার নেতাদের। একটি বৈঠকে রাজ্যের এক প্রাক্তন মন্ত্রীকে তাঁর অনুগামী সম্পর্কে বলেছেন, ‘এতগুলো নার্সিং হোমের মালিক! তিনি সে সব সামলান’!
গত ২০২১ সালের বিধানসভা, তার দু’বছর পরের পঞ্চায়েত ও গত বছরের লোকসভা নির্বাচনের ফল কাটাছেঁড়া করে সংগঠনে বড় রকমের রদবদল করছে তৃণমূল। জেলা কমিটির পরে এ বার ব্লক, টাউন ও তার নীচে বুথ স্তরে রদবদলের উদ্যোগে জেলা নেতৃত্বের সঙ্গে ধারাবাহিক বৈঠক করছেন অভিষেক। সূত্রের খবর, এক বিধায়ক অভিষেকের বাছাই করা জেলা সংগঠনের নেতা সম্পর্কে তাঁদের উপস্থিতিতেই বলেছেন, ‘আপনি কী করবেন, আমি জানি না। তবে এই লোকটি দায়িত্বে থাকলে জেলায় দল ডুববে’। অভিষেক অবশ্য কোনও মন্তব্য করেননি। আবার জেলার এক প্রবীণ নেতা এক স্থানীয় পদাধিকারীর জন্য সুপারিশ করলে, সরাসরি তা খারিজ করেছেন অভিষেক। বলেছেন, ‘ওঁর তো তলায় তলায় বিজেপিরসঙ্গে যোগাযোগ’!
দলের নেতৃত্বে নবীন প্রজন্মের পক্ষে হলেও এই মুহূর্তে সংগঠন সাজাতে সেই অবস্থানেও বদলের বার্তা দিচ্ছেন অভিষেক। জেলাগুলির বৈঠকে প্রবীণ-নবীন ফাটলেও ‘প্রলেপ’ দেওয়ার চেষ্টা করছেন। সেপ্টেম্বর মাসের মাঝামাঝি ব্লক ও টাউন কমিটির কমবেশি ৩০% বদল করে নতুন সভাপতিদের নাম ঘোষণা করে দিতে পারে তৃণমূল। শাখা সংগঠনেও এই বদল হবে একই সঙ্গে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)