দলের বারাসত সাংগঠনিক জেলা কমিটির সভাপতি পদে সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকেই রাখল তৃণমূল কংগ্রেস। তবে কমিটির চেয়ারপার্সন পদে আনা হয়েছে বিধাননগর পুরসভার চেয়ারম্যান সব্যসাচী দত্তকে। সম্প্রতি সাংগঠনিক রদবদলের সময়ে বারাসতের এই পদ দু’টি ফাঁকা রাখা হয়েছিল। অন্য দিকে রদবদলে দার্জিলিং (সমতল) সাংগঠনিক জেলার সভাপতি পদ ফাঁকা রাখা থাকলেও সেখানে কারও নাম এখনও জানানো হয়নি। সদ্য দলে যোগ দেওয়া প্রাক্তন কংগ্রেস বিধায়ক শঙ্কর মালাকারকে তৃণমূলের রাজ্য কমিটির সহ-সভাপতি ও ফুরফুরা শরিফের পীরজাদা পরিবারের কাশেম সিদ্দিকীকে সাধারণ সম্পাদক পদে মনোনীত করা হয়েছে। যার প্রেক্ষিতে কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য অধীর চৌধুরীর মন্তব্য, ‘‘এক দিকে জগন্নাথের মন্দির নিয়ে হইচই হবে, আর অন্য দিকে ফুরফুরা শরিফের পীরজাদাদের রাজনৈতিক বা সাংগঠনিক দায়িত্ব দেওয়া হবে। বাংলায় এই কৌশলই চালাবেন দিদি!’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)