গাড়ি দুর্ঘটনার কবলে পড়লেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। শুক্রবার বেলঘরিয়ার রথতলায় বাইক চালিয়ে একটি কর্মসূচিতে যাওয়ার সময় বিটি রোডে ওই দুর্ঘটনা ঘটে। তবে এখন তিনি সুস্থই আছেন। হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ওই কর্মসূচিতেও তিনি গিয়েছিলেন।
বিটি রোড দিয়ে যাওয়ার সময় একটি লরির সঙ্গে মদনের বাইকের সংঘর্ষ হয়। ধাক্কার পরই বাইক নিয়ে মাটিতে পড়ে যান বিধায়ক। দুর্ঘটনার পর আশপাশের স্থানীয়েরাই বিধায়ককে উদ্ধার করেন। সঙ্গে সঙ্গেই তাঁকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করানো হয়।
হাসপাতাল সূত্রেই জানা গিয়েছে, মদনের পায়ে সামান্য চোট লেগেছিল। তাঁকে বিশ্রামের পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকেরা। কিন্তু তার পরও কর্মসূচিতে চলে যান মদন।