গাংনাপুরে বাজার থেকে ফেরার পথে মোটর বাইকে আসা জনা চারেক দুষ্কৃতীর গুলিতে খুন হয়েছেন দেবগ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তৃণমূলের অরুণ সিকদার (৪২)। তিনি স্থানীয় তৃণমূল নেতা আবীররঞ্জন বিশ্বাসের ঘনিষ্ঠ বলে পরিচিত। অরুণ খুনের পরেই এ দিন দুপুরে আবীর তোপ দাগেন, ‘‘যারা নির্বাচনে জোটের হয়ে কাজ করে দলীয় প্রার্থীদের হারিয়েছিল, সেই বাণীকুমার রায়ের লোকেরাই এ কাজ করেছে।” যা আরও এক বার, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, নেত্রীর ঘনঘন নির্দেশ সত্ত্বেও তৃণমূল আছে তৃণমূলেই, দলে গোষ্ঠী কোন্দলের বিরাম নেই। অভিযোগ শুনে এ দিন বাণী অবশ্য বলেন, ‘‘কে কী বলছে, তা নিয়ে কোনও মন্তব্য করব না।’’