Advertisement
০২ মে ২০২৪
Kuntal Ghosh

তাপসের পরিচিত গোপালের কাছ থেকে টাকা নিয়েছেন? মুখ খুললেন ধৃত কুন্তল

তাপস মণ্ডলের দাবি ওড়ালেন নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত তৃণমূলের যুবনেতা কুন্তল ঘোষ। তাপসের পরিচিতের কাছ থেকে টাকা নিয়েছিলেন কি না, এ নিয়ে মুখ খুলেছেন কুন্তল।

তাপস মণ্ডলের দাবি ওড়ালেন কুন্তল ঘোষ।

তাপস মণ্ডলের দাবি ওড়ালেন কুন্তল ঘোষ। ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০২৩ ১৫:৩০
Share: Save:

নিয়োগ দুর্নীতি মামলায় মানিক ভট্টাচার্যের ‘ঘনিষ্ঠ’ তাপস মণ্ডলের দাবি ওড়ালেন হুগলির তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষ। সিবিআই-ইডির নাম করে তাঁর কাছ থেকে ৫০ লক্ষ টাকা চাওয়া হয়েছিল বলে শনিবার তাপসের বিরুদ্ধে আবার অভিযোগ করলেন কুন্তল। ঘুষ নয়, চাকরির জন্য যাঁদের টাকা নেওয়া হয়েছিল, তাঁদের টাকা ফেরতের জন্য কুন্তলকে চাপ দিয়েছিলেন বলে দাবি করেছেন তাপস। মানিক-ঘনিষ্ঠের সেই দাবি অস্বীকার করে কুন্তল বললেন, ‘‘একদমই না।’’

নিয়োগ দুর্নীতিকাণ্ডে শনিবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির হাতে গ্রেফতার হয়েছেন হুগলির বলাগড়ের তৃণমূল যুবনেতা কুন্তল। গ্রেফতারের পরই কুন্তল অভিযোগ করেন, তাঁর কাছ থেকে তাপস ৫০ লক্ষ টাকা ঘুষ চেয়েছিলেন। সেই ‘ঘুষ’ না দেওয়ার কারণেই তাঁর ‘এই হাল’।

কুন্তলের অভিযোগ অস্বীকার করে আনন্দবাজার অনলাইনে মুখ খোলেন তাপস। বলেন, ‘‘আমি কেন ঘুষ নিতে যাব! যে টাকা নিয়েছে, সে টাকা ফেরত চাইব না?’’ বেসরকারি কলেজ সংগঠনের নেতা তাপস জানান, তাঁর অনেক পড়ুয়া এবং পরিচিতদের কাছ থেকে চাকরির জন্য টাকা নিয়েছিলেন কুন্তল। সেই টাকা ফেরতের জন্যই তিনি কুন্তলকে চাপ দিয়েছিলেন। এই অভিযোগ অস্বীকার করে কুন্তল বলেছেন, ‘‘একদমই না।’’

এই প্রসঙ্গে তাপস তাঁর এক পরিচিত পূর্ব মেদিনীপুরের বাসিন্দা গোপাল দলপতির নাম করেন। তাপস বলেন, ‘‘আমার কাছে গোপাল এসেছিল। ওকে কুন্তলের কাছে পাঠিয়েছিলাম। গোপাল অনেকের থেকে টাকা তুলেছিল। তার মধ্যে আমার পড়ুয়ারাও ছিল।’’ গোপাল দলপতির কাছ থেকে তিনি কোনও টাকা নেননি বলে শনিবার দাবি করেছেন কুন্তল। গোপাল দলপতির কাছ থেকে কি টাকা নিয়েছেন? সাংবাদিকের প্রশ্নে কুন্তলের জবাব, ‘‘একদমই না। সব লেখা আছে।’’

কুন্তলের কাছে তিনি ‘ঘুষ’ চাননি বলে দাবি করেছেন তাপস। এ নিয়েও সংবাদমাধ্যমের প্রশ্নের মুখোমুখি হন কুন্তল। সিবিআই-ইডির নাম করে কি ৫০ লক্ষ টাকা চাওয়া হয়েছিল? কুন্তলের সংক্ষিপ্ত জবাব, ‘‘হ্যাঁ।’’ শনিবার এই মামলায় কুন্তলকে ব্যাঙ্কশাল আদালতে হাজির করানো হল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Kuntal Ghosh Tapas Mandal TET
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE