Advertisement
E-Paper

দলিত মনে চোখ, তৃণমূলের ‘জয় ভীম’

উত্তরপ্রদেশে জাত-পাতের ভোটের চেনা সমীকরণ ভেঙে এ বার দলিতদের সমর্থনও ঘরে তুলেছেন নরেন্দ্র মোদী। দলিতদের প্রতি বার্তা দিতে বাবাসাহেব অম্বেডকরের জন্মদিন পালন করছেন মোদী-অমিত শাহেরা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০১৭ ০৩:০৭

উত্তরপ্রদেশে জাত-পাতের ভোটের চেনা সমীকরণ ভেঙে এ বার দলিতদের সমর্থনও ঘরে তুলেছেন নরেন্দ্র মোদী। দলিতদের প্রতি বার্তা দিতে বাবাসাহেব অম্বেডকরের জন্মদিন পালন করছেন মোদী-অমিত শাহেরা। তাঁদের পথে এ রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় অম্বেডকর-স্মরণকেই পাথেয় করলেন!

প্রতি বছরই চৈত্র সংক্রান্তিতে অম্বেডকর-বার্ষিকীতে ময়দানে দেশের সংবিধান প্রণেতাকে শ্রদ্ধা জানান তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। কিন্তু এ বছর যেন অম্বেডকরকে নিয়ে বিজেপি-র সঙ্গে পাল্লা দিতে একটু বেশিই উৎসাহ দেখা গেল তৃণমূল শিবিরে! সকাল সকাল ময়দানে অম্বেডকরের মূর্তিতে মালা দেন দলের যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়, রাজ্য সভাপতি সুব্রত বক্সীও। জেলায় জেলায় বিক্ষিপ্ত ভাবে বাইক মিছিলও হয়েছে এই উপলক্ষে।

তৃণমূল শিবিরেরই একাংশের মতে, বিজেপি-র উত্থান মাথায় রেখেই রাজ্যের তফসিলি জাতি-উপজাতি অধ্যুষিত এলাকায় শক্তি বাড়াতে অম্বেডকরের মতো ব্যক্তিত্বকে এ বার হাতিয়ার করেছে শাসক দল। এমনিতে তফসিলি জাতি-উপজাতির জন্য রাজ্যের সংরক্ষিত ১১টি লোকসভা আসনের মধ্যে ১১টিই এখন তৃণমূলের দখলে। রাজ্যের ৮২টি বিধানসভা কেন্দ্র তফসিলিদের জন্য সংরক্ষিত। তার অর্ধেকেরও বেশি আসন তৃণমূলের। কিন্তু যে ভাবে রাজ্যে বিজেপি-র শক্তি বাড়ছে, তাতে দলিতদের নিয়ে বাড়তি সতর্কই থাকতে চাইছে তৃণমূল। তা ছাড়া, পঞ্চায়েত ভোটের আগে আরও বেশি করে তফসিলি সম্প্রদায়ের কাছে আস্থাভাজন হতে গুচ্ছ গুচ্ছ সরকারি প্রকল্পের সঙ্গে তাঁদের আবেগকেও ছোঁয়ার চেষ্টা করছেন তৃণমূল নেতারা। অম্বেডকর-বার্ষিকী ভাল করে পালনের পাশাপাশি তফসিলিদের জন্য নানান প্রকল্পের ভাবনাচিন্তা রাজ্য সরকারের রয়েছে বলে প্রশাসনিক সূত্রের খবর।

B. R. Ambedkar Birthday Bhimrao Ramji Ambedkar Ambedkar Jayanti
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy