Advertisement
২৪ এপ্রিল ২০২৪
TMC

‘বন্দুক’ হাতে তৃণমূল পঞ্চায়েত প্রধানের ছেলের ছবি ভাইরাল নেটমাধ্যমে, ডেকে ধমক পুলিশের

দাপুটে তৃণমূল নেতার ছেলের ছবি কয়েক দিন ধরে কালিগঞ্জের মানুষের প্রধান আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে।

নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
নাকাশিপাড়া শেষ আপডেট: ০৬ অগস্ট ২০২১ ২২:৩৮
Share: Save:

ঠিক যেন হিন্দি ছবির নায়ক। পরনে কালো পাঞ্জাবি আর ট্রাউজার্স। সঙ্গে লোকলস্কর, মানে ‘নায়কের বন্ধুরা’। হুড খোলা জিপ থেকে নেমে আসছেন ‘মধ্যমণি’— ২১ বছরের শহিদুল শেখ। হাতে পিস্তল! ট্রিগারের খোপে আঙুল। তৃণমূলের পঞ্চায়েত প্রধানের ছেলের এমনই ‘অবতার’ ভাইরাল নেটমাধ্যমে। স্থানীয়েরা প্রকাশ্যে বলছেন, নির্বাচিত প্রধানের ছেলের এ কেমন আচরণ? বাধ্য হয়ে নদিয়ার কালিগঞ্জ থানার পুলিশ ডেকে পাঠিয়ে সতর্ক করেছে শহিদুলকে। বলেছে, এমন যেন আর ভবিষ্যতে কখনও না হয়। শহিদুলের বাবা, দেবগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান মহিরউদ্দিন শেখ অবশ্য বলছেন, ‘‘ওটা আসল নয়। খেলনা বন্দুক।’’

স্থানীয় দাপুটে তৃণমূল নেতার ছেলের ওই ছবি কয়েক দিন ধরে কালিগঞ্জের মানুষের প্রধান আলোচনার বিষয় হয়ে উঠেছিল। জানা গিয়েছে, নেটমাধ্যমে সিনেমার মতো করে একটি ভিডিয়ো পোস্ট করতে চেয়েছিলেন শহিদুল। সেই কারণেই এই আয়োজন। রাতে নাকাশিপাড়ার ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর একটি টোল প্লাজার কাছে পেট্রল পাম্পে তাঁরা ওই ছবি তোলেন বলে দাবি। সেখানে এমন ‘দাবাং’ বেশে ছবি তোলেন শহিদুল। তবে ছবি শুধু নয়, বন্দুক হাতে নিজের একটি ভিডিয়োও তৈরি করে পোস্ট করেন তিনি। পোস্ট করার পরেই ভাইরাল হয় ভিডিয়োটি। নানা মহল থেকে খবর পেয়ে পুলিশ ডেকে পাঠায় বাবা ও ছেলেকে।

কালিগঞ্জ থানায় শহিদুলকে নিয়ে হাজিরা দেন মহিরউদ্দিন। পুলিশ ওই খেলনা বন্দুকটিই বাজেয়াপ্ত করে। প্রধান দাবি করেন, ‘‘ছেলে খেলাচ্ছলে একটা ভিডিয়ো বানাতে গিয়ে ওই খেলনা বন্দুকটি ব্যবহার করেছে।’’ পুলিশ যদিও ধমকে শহিদুলকে বলেছে, ‘‘এমন ঘটনা ভবিষ্যতে যেন আর কখনও না ঘটে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

TMC tmc leader Nadia
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE