Advertisement
০৩ মে ২০২৪
Humayun kabir

‘পাঙ্গা নিলে তাড়া করব, পালানোর পথ পাবেন না’, দলীয় নেতাদের বিজয়ার ‘শুভেচ্ছা’ তৃণমূল বিধায়কের

আবার বিতর্কে ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে তাঁর মন্তব্য, ‘‘যারা আমার বিরুদ্ধে চক্রান্ত করছে, তারা যেন তাদের গুরুর কাছে খোঁজ নিয়ে নেয় যে হুমায়ুন কী জিনিস!’’

বিজয়া সম্মিলনীতে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর (বাম দিকে)।

বিজয়া সম্মিলনীতে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর (বাম দিকে)। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
ভরতপুর শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০২২ ১২:১২
Share: Save:

আবার বেফাঁস মন্তব্য করলেন মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। এ বার দলের নেতাদের একাংশকে ‘তাড়া’ করার হুঁশিয়ারি দিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী। বিজয়া সম্মিলনীর অনুষ্ঠান থেকে হুমায়ুনের মন্তব্য, ‘‘এমন দৌড় করাব যে পালানোর পথ পাবেন না।’’

শনিবার সন্ধ্যায় ভরতপুর বিধানসভা কেন্দ্রের সালারবাজার সংলগ্ন অঞ্চলে বিধায়ক আয়োজিত বিজয়া সম্মিলনীর অনুষ্ঠান ছিল। সেখানে ভরতপুরের বিধায়ক হুমায়ুন ছাড়াও উপস্থিত ছিলেন জেলা এবং ব্লক নেতৃত্ব। তাঁদেরই একাংশকে নিশানা করে তোপ দাগলেন প্রাক্তন মন্ত্রী। তাঁর অভিযোগ, কয়েক জন তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। মঞ্চ থেকে একের পর এক বিস্ফোরক মন্তব্য করতে শোনা যায় ওই বিধায়ককে। হুমায়ুনের কথায়, ‘‘অধীর চৌধুরীর কিচেন রুমের সদস্য ছিলাম। এখন যারা চেয়ারম্যান, সভাপতি, তারা ওই বাড়ির সামনে তৃতীয় সারিতে বসে থাকত। তাদের কেউ যদি এখন পাঙ্গা নিতে আসে বহরমপুরে এমন দৌড় করাব যে, ছুটে পালানোর পথ পাবে না।’’ আবার বহরমপুরের কংগ্রেস সংসদ অধীরের প্রশস্তি করতেও শোনা গিয়েছে তৃণমূল বিধায়ক। হুমায়ুন এ-ও বলেন, ‘‘যারা যারা আমার বিরুদ্ধে চক্রান্ত করছে, তারা যেন তাদের গুরুর কাছে খোঁজ নিয়ে নেয় যে হুমায়ুন কবীর কী জিনিস!’’

তৃণমূলের একাংশই জানাচ্ছেন, হুমায়ুনের এই বক্তব্যের নিশানায় মুর্শিদাবাদের সাংসদ তথা মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান আবু তাহের খান। নওদার প্রাক্তন বিধায়ক তথা মুর্শিদাবাদের সংসদ আবু তাহেরের সঙ্গে হুমায়ুনের দ্বৈরথ দীর্ঘ দিনের। সদ্য ব্লক সভাপতি পরিবর্তন নিয়ে সেই দ্বন্দ্ব এখন চরমে পৌঁছেছে। হুমায়ুনের এই মন্তব্যের প্রেক্ষিতে আবু তাহেরের প্রতিক্রিয়া, ‘‘দলীয় শৃঙ্খলা ভেঙে কেউ যদি কিছু বলেন, তার দায় তো দল নেবে না। আর হুমায়ুন কখন যে কী বলে, কার বিরুদ্ধেই বা বলে তা সে নিজেই জানে না!’’

উল্লেখ্য, কিছু দিন আগে মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপার, বিডিও ও থানার আইসির বিরুদ্ধে প্রকাশ্যে তোপ দেগেছিলেন হুমায়ুন। তার অব্যবহিত পরে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে লিখিত অভিযোগ জমা পড়েছিল। শেষমেশ রাজ্য নেতৃত্ব হস্তক্ষেপে সেই বিবাদ মেটে। কিন্তু আবারও বিতর্ক সৃষ্টি করলেন হুমায়ুন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Humayun kabir TMC MLA tmc mp Murshidabad
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE