আরও এক বার নতুন দল করার হুঁশিয়ারি দিলেন ভরতপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক হুমায়ুন কবীর। সে ক্ষেত্রে নতুন দল গড়েই বিধানসভা ভোটে লড়াই করার কথাও জানিয়ে রাখলেন তিনি। তৃণমূলে প্রাপ্য গুরুত্ব না-পেয়েই এ কথা ভাবছেন বলে জানিয়েছেন তিনি। হুমায়ুন বুধবার বলেছেন, “রাজ্য নেতৃত্বকে ১৫ অগস্ট পর্যন্ত সময় দিয়েছি। তার মধ্যে ব্যবস্থা না নিলে আমার সিদ্ধান্ত আমি নিয়ে নেব!” তাঁর অভিযোগ, অনুপযুক্ত নেতারাই দলে গুরুত্ব পাচ্ছেন।
মুর্শিদাবাদে দলীয় নেতৃত্বের সঙ্গে মনোমালিন্যের জেরে আগেও একাধিক বার এই ইঙ্গিত দিয়েছেন হুমায়ুন। কংগ্রেস থেকে তৃণমূলে এসে এক সময় বিজেপিতে গিয়েছিলেন তিনি। তার পরে ফের তৃণমূলে যোগ দিলেও এখন দলের অন্দরের অবস্থায় তিনি ক্ষুব্ধ। তাঁর কথায়, ‘‘আমাদের জেলায় আমাদের দলের যাঁরা নেতৃত্ব দিচ্ছেন, তাঁরা নিজেদের এলাকায় তিন নম্বরে আছেন, তার পরেও দলে গুরুত্ব পাচ্ছেন। আমরা দিন-রাত এক করে ভোট করাচ্ছি, আমাদের কোনও স্থান নেই।” একই সঙ্গে হুমায়ুন অবশ্য বলেছেন, দল গড়ে ভোটে জিতে ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দরাদরি করবেন!’
দলীয় বিধায়কের এই হুমকি প্রসঙ্গে সরাসরি কোনও মন্তব্য করতে চাননি তৃণমূলের বহরমপুর-মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার সভাপতি অপূর্ব সরকার। তিনি বলেন, “দলীয় নেতৃত্ব যে নির্দেশ দেন, আমি সেটাই মেনে চলি। আমার বিরুদ্ধে অভিযোগ থাকলে আমাকে বলতে পারেন। দলের রাজ্য নেতৃত্বের কাছেও অভিযোগ করতে পারেন। কোনও ভুল-ত্রুটি থাকলে প্রয়োজনে শুধরে নিতে হবে।”
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)