তাঁর বিরুদ্ধে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগ করেছেন ফরওয়ার্ড ব্লকের কোচবিহার জেলা সম্পাদক অক্ষয় ঠাকুর। এ বার অক্ষয়কে পাল্টা হুমকি দিলেন দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ। নেটমাধ্যমে লিখলেন, ‘রাস্তায় দেখা হলে কান ধরে হিসেব বুঝিয়ে দেব।’ এর পরেই নিজের বয়ান পাল্টে ফেললেন অক্ষয়। দাবি করলেন, ১৫ লক্ষ নয়, ১৫ হাজার টাকা তছরুপ করেছেন উদয়ন।
অধুনা তৃণমূলের বিধায়ক হলেও ২০১৫ সালে ফরওয়ার্ড ব্লকের কোচবিহার জেলা সম্পাদক ছিলেন উদয়ন। অক্ষয়ের অভিযোগ, সম্পাদক থাকাকালীন জেলার সদস্যপদ নবীকরণের নামে উদয়ন ১৫ লক্ষ টাকা আত্মসাৎ করেছিলেন। দু’দিন আগে সাংবাদিক সম্মেলন করে উদয়নের বিরুদ্ধে এই অভিযোগ করেন অক্ষয়। সেই সঙ্গে উদয়নের বিরুদ্ধে জেলায় ফরওয়ার্ড ব্লক পার্টি অফিস দখলেরও অভিযোগ তোলেন।
এর পরেই ফেসবুকে উদয়ন লিখেছেন, ‘এক বছরে ১৫ লক্ষ টাকা! ফরওয়ার্ড ব্লকের সদস্যপদ নবীকরণের চার্জ কত ছিল? ২০১৫ সালে ফরওয়ার্ড ব্লকের সদস্য কত ছিল কোচবিহারে? রাস্তায় দেখা হলে কান ধরে হিসেব বুঝিয়ে দেব অক্ষয় ঠাকুরকে।’’