সামাজিক সেবার লক্ষ্য নিয়ে ‘অভিষেক সেনা’ নামে নতুন সংগঠন গড়লেন পটাশপুরের তৃণমূল বিধায়ক উত্তম বারিক। এ মাসেই হাজার দুয়েক সদস্য নিয়ে কাজ হয়েছে। আপাতত পটাশপুরে সীমাবদ্ধ থাকলেও, ভবিষ্যতে আরও বড় পরিকল্পনা রয়েছে উত্তমের।
পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থেকে প্রথমবার বিধায়ক হয়েছেন উত্তম। বিধায়ক হওয়ার পরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে একটি সংগঠন তৈরির কথা মাথায় আসে তাঁর। নিজের পরিকল্পনার কথা অভিষেকের কালীঘাটের দফতরকে জানান। এ মাসের প্রথম সপ্তাহে সবুজ সঙ্কেত মেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দফতর থেকে। তার পরেই এই ‘অভিষেক সেনা’ তৈরি করে ফেলেন।