Advertisement
E-Paper

‘ভাল ভাবেই হয়েছে সব’, অভিষেক জানালেন, চোখে অষ্টম অস্ত্রোপচার সফল, মানতে হবে কিছু নির্দেশ

২০১৬ সালের ১৯ অক্টোবর মুর্শিদাবাদে দলীয় কর্মসূচি সেরে ফেরার সময় সিঙ্গুরের কাছে দুর্গাপুর এক্সপ্রেসওয়ের উপর অভিষেকের গাড়ি দুর্ঘটনায় পড়েছিল। তাঁর ডান চোখে গুরুতর আঘাত লেগেছিল।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২১ অক্টোবর ২০২৪ ২২:৫০
অভিষেক বন্দ্যোপাধ্যায়।

অভিষেক বন্দ্যোপাধ্যায়। — ফাইল চিত্র।

আমেরিকায় তাঁর ডান চোখের অস্ত্রোপচার সফল হয়েছে বলে জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার অভিষেক তাঁর এক্স পোস্টে তাঁর রক্ত-জমাট ডান চোখের ছবি পোস্ট করে জানিয়েছেন, এই নিয়ে অষ্টম বার তাঁর চোখে অস্ত্রোপচার হল। তৃণমূলের একটি সূত্র জানাচ্ছে, আমেরিকায় প্রায় সাত ঘণ্টা ধরে অপারেশন হয়েছে তাঁর চোখে।

অভিষেক লিখেছেন, ‘আমার চোখের সাম্প্রতিক অস্ত্রোপচারের পর সদয় শুভকামনার জন্য আমি সকলকে আন্তরিক ধন্যবাদ জানাতে চাই। ২০১৬ সালে সড়ক দুর্ঘটনার পর থেকে আমি আমার দৃষ্টিশক্তি নিয়ে ধারাবাহিক ভাবে সমস্যার মুখোমুখি হয়েছি। এই নিয়ে অষ্টম অস্ত্রোপচার হল। এ বার ভাল ভাবেই হয়েছে সব কিছু। সে কথা জানাতে পেরে আমি খুশি। দ্রুত আরোগ্য এবং দৃষ্টিশক্তি সম্পূর্ণ পুনরুদ্ধার নিশ্চিত করতে অস্ত্রোপচার-পরবর্তী কিছু নির্দেশিকা এবং সতর্কতা অনুসরণ করতে হবে। আমি আশাবাদী। আন্তরিক ভাবে আপনাদের সমস্ত ভালবাসা, উদ্বেগ এবং সদয় শুভকামনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।’

অস্ত্রোপচারের পর এখন অভিষেকের ডান চোখের যা পরিস্থিতি।

অস্ত্রোপচারের পর এখন অভিষেকের ডান চোখের যা পরিস্থিতি। ছবি: এক্স পোস্ট থেকে নেওয়া।

২০১৬ সালের ১৯ অক্টোবর মুর্শিদাবাদে দলীয় কর্মসূচি সেরে ফেরার সময় সিঙ্গুরের কাছে দুর্গাপুর এক্সপ্রেসওয়ের উপর ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেকের গাড়ি দুর্ঘটনার মুখে পড়েছিল। তাঁর চোখে গুরুতর আঘাত লেগেছিল। সেই থেকে আমেরিকার জন্‌স হপকিন্‌স হাসপাতালে একাধিক বার তাঁর বাঁ চোখে অস্ত্রোপচার হয়েছে। কয়েক মাস আগে তৃণমূলের একটি সূত্রে জানা গিয়েছিল, অতিরিক্ত সময় কনট্যাক্ট লেন্স পরে থাকার কারণে অভিষেকের চোখে রক্ত জমাট বেঁধে গিয়েছে। এই পরিস্থিতিতে চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে প্রায় সাত ঘণ্টা ধরে তাঁর ডান চোখে অস্ত্রোপচার হয়। বস্তুত, এর আগে অভিষেকের জখম বাঁ চোখে অস্ত্রোপচার হয়েছিল। এই প্রথম তাঁর ডান চোখে অস্ত্রোপচার করা হল। আগে বাঁ চোখে একাধিক বার অস্ত্রোপচারের পরে অভিষেকের বাঁ চোখের দৃষ্টির সঙ্গে ডান চোখের দৃষ্টির তারতম্য হচ্ছিল। সেটি প্রতিসরণ জনিত সমস্যা ছিল। এ বার ডান চোখে অস্ত্রোপচার করে সেই সমস্যারই সুরাহা করার চেষ্টা করা হয়েছে।

Abhishek Banerjee TMC Eye Operation
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy