Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Sovan Chatterjee

ফের তৃণমূলের নিশানায় শোভন-বৈশাখী, এ বার কটাক্ষ আরামবাগ সাংসদ অপরূপার

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এ রাজ্যে আসা বিজেপি নেতাদের পরিযায়ী পাখির সঙ্গেও তুলনা করেছেন অপরূপা।

ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

নিজস্ব সংবাদদাতা
আরামবাগ শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০২১ ২৩:০০
Share: Save:

ফের শোভন চট্টোপাধ্যায়কে কটাক্ষ তৃণমূলের। শাসক দলের খোঁচা থেকে বাদ যাননি তাঁর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও। সোমবার কলকাতায় বিজেপি-র মিছিলে দেখা গিয়েছিল শোভনকে। মঙ্গলবার সেই মিছিলের প্রসঙ্গ তুলে শোভন-বৈশাখীকে নিয়ে কটাক্ষ করেন আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দার। তিনি বলেন, ‘‘সোমবার শোভনবাবু তাঁর বান্ধবীকে নিয়ে অনেক দুঃখের কথা বললেন। কিন্তু ওঁর স্ত্রী এবং সন্তানদের জন্য কোন কথা বললেন না কেন, বোঝা গেল না। ওটা কোনও রাজনৈতিক মঞ্চ ছিল না, প্রেমলীলা ছিল।’’

সোমবার স্বামী বিবেকানন্দের জন্মদিনে উত্তর কলকাতার শ্যামবাজার থেকে বিজেপি-র মিছিল হয়। বিজেপি-তে যোগদানের পর প্রথম বার দলের হয়ে মিছিলে হাঁটেন শোভন। অন্য দিকে, শহরে তৃণমূলের তিনটি কর্মসূচি ছিল। প্রতিটি কর্মসূচি থেকেই বিজেপি-র আক্রমণের নিশানা ছিলেন শোভন-বৈশাখী। তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের কটাক্ষ ছিল, ‘‘শোভন হচ্ছেন বৈশাখীর গ্ল্যাক্সো বেবি।’’ এর পরের দিনও ফের ওই জুটিকে আক্রমণ করল তৃণমূল।

আরামবাগ সাংসদের দাবি, ‘‘বিজেপি কোনও পার্টি নয়, ওয়াশিং মেশিনে পরিণত হয়েছে। কালো জামাকাপড় ওখানে গিয়ে সাদা হচ্ছে। শোভনবাবু কেন তৃণমূল ছাড়লেন, সেটা উনি ভাল বলতে পারবেন। আমরা নীতি-আদর্শ নিয়ে দল করি। আমরা শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই করব। মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয় বারের জন্য মুখ্যমন্ত্রী হবেন। তিনি এবার হ্যাটট্রিক করবেন। বিজেপি যা-ই করুক না কেন, ওদের ফল ভাল হবে না।’’

আরও পড়ুন: আমাকে ফাঁসানোর চেষ্টা করেছিল কুণাল, পাল্টা দাবি শোভনের

আরও পড়ুন: শুধু মন্ত্রিত্বই নয়, এক মহিলার জন্য সন্তানও ছেড়েছেন শোভন: রত্না

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এ রাজ্যে আসা বিজেপি নেতাদের পরিযায়ী পাখির সঙ্গেও তুলনা করেছেন অপরূপা। তিনি বলেন, ‘‘বিজেপি-র নেতারা মাঝে মাঝেই বাংলায় চলে আসছেন। যেমন, সাইবেরিয়া থেকে মাঝেমধ্যে পরিযায়ী পাখিরা আসে, সেই ধরনের পাখির মতো এঁরা চলে আসে। কিন্তু, কিছু লাভ হবে না।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE