রাজ্যপাল সি ভি আনন্দ বোসের লেখা বইয়ের প্রকাশক রাজভবন কেন? সোমবার এই প্রশ্ন তুলেছে তৃণমূল কংগ্রেস। রাজ্যপালের ওই বইয়ে ‘অশোক স্তম্ভ’ ব্যবহার নিয়েও প্রশ্ন তোলা হয়েছে শাসক দলের পক্ষে।
পঞ্চায়েত ভোট নিয়ে রাজ্যপালের ভূমিকায় প্রকাশ্যেই ক্ষোভ জানাতে শুরু করেছে শাসক তৃণমূল। এ দিন তাতে যোগ হয়েছে রাজ্যপালের লেখা বই। ‘সাইলেন্স সাউন্ড্স গুড’ বইটির চতুর্থ সংস্করণ প্রকাশিত হয়েছে রাজভবন থেকে। বইটির প্রচ্ছদ ও ভিতরের একটি পাতার ছবি প্রকাশ করে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের দাবি, ‘আনন্দ বোসের উচিত বইয়ের এই অংশ বদল করা।’ এ দিন টুইটে কুণাল লিখেছেন, ‘রাজ্যপাল ব্যক্তিগত মত, অভিজ্ঞতা বা অনুভূতি নিয়ে বই লিখতেই পারেন। তবে রাজভবন তার প্রকাশক হতে পারে না। অশোক স্তম্ভ ব্যবহার করা যায় না।’
সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীর বক্তব্য, ‘‘রাজ্যপাল বোস একটা কেন, একশোটা বই লিখতে পারেন। কিন্তু তাঁর বইয়ের প্রকাশক রাজভবন কী ভাবে হবে? সরকারি নথি হলে আলাদা কথা ছিল। তা হলে কি রাজ্যপাল তাঁর ব্যক্তিগত কাজকর্মের উপরে সাংবিধানিক সিলমোহর বসাতে চাইছেন? এই কাজ সাংবিধানিক ভাবে অনৈতিক।’’ কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্যের মতে, ‘‘মহামান্য রাজ্যপাল তাঁর প্রশাসনিক অভিজ্ঞতার ভিত্তিতে একাধিক পুস্তক লিখতে পারেন। কিন্তু সকলের ক্ষেত্রেই এই ধরনের বই কোনও প্রকাশনা সংস্থা থেকে প্রকাশিত হয়। আমরা চাইব, রাজ্যপালের বইও কোনও প্রকাশনা সংস্থা থেকে প্রকাশিত হোক, সরকারি ভাবে নয়।’’
রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র শমীক ভট্টাচার্য অবশ্য বলেন, ‘‘আমি রাজভবনের মুখপাত্র নই। এই নিয়ে যা ব্যাখ্যা তা রাজভবনই দিতে পারবে।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)