Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Partha Chatterjee

Kunal Ghosh: জেলে ঢুকে দেখুন, কেমন লাগে! পার্থের জেল হেফাজতের নির্দেশের পর আক্রমণ কুণালের

তিনি যে ভাবে সেলে থেকে বন্দি জীবন কাটিয়েছিলেন, সে ভাবেই কাটাতে হবে পার্থ চট্টোপাধ্যায়কে। শুক্রবার এমন মন্তব্য করলেন কুণাল ঘোষ।

পার্থের দিকে আঙুল কুণালের।

পার্থের দিকে আঙুল কুণালের।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৫ অগস্ট ২০২২ ১৯:১৩
Share: Save:

পার্থ চট্টোপাধ্যায়কে শুক্রবার ১৪ দিনের জন্য জেল হেফাজতে পাঠিয়েছে ইডির বিশেষ আদালত। তার পরেই সাংবাদিক বৈঠক করে আরও এক বার রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীকে আক্রমণ করেন কুণাল ঘোষ। বলেন, সারদা মামলায় জেলের কুঠুরিতে থেকে বন্দিজীবন কাটিয়েছিলেন। অতিরিক্ত কোনও সুবিধা পাননি। পার্থও সেভাবেই বন্দিজীবন কাটান। সেই সঙ্গে এও জানিয়ে দিলেন, এই কথা দলের নয়, তাঁর।

সারদা মামলায় জেলে ছিলেন কুণাল ঘোষ। সে সময় বার বার বলেছিলেন, তাঁর বিরুদ্ধে ‘ষড়যন্ত্র’ হয়েছে। শুক্রবার সেই ‘ষড়যন্ত্র’-এর জন্য পার্থকেই দায়ী করেন তৃণমূলের মুখপাত্র। বলেন, ‘‘আমার জেল জীবনে যা হয়েছিল, আমি যখন বলেছিলাম চক্রান্ত, তখন এই পার্থ এবং কেউ কেউ বলেছিলেন আমি নাকি পাগল। এই পার্থ আমায় দলবিরোধীও বলেছিলেন। অথচ এই পার্থই তখন থেকে অপা, অমুক, তমুক করে বেরিয়েছিলেন।’’

তার পরেই রীতিমতো চ্যালেঞ্জ ছুড়লেন কুণাল। বললেন, ‘‘জেল হেফাজতে ঢুকে দেখুন কেমন লাগে। আমি মাথা উঁচু করে বলছি, আমি কোনও অপরাধ করিনি। আশা করব, আমি যেমন নাগরিক হিসেবে বন্দি জীবনের প্রত্যেকটি নিয়ম মেনেছি, পার্থের ক্ষেত্রেও ক্ষেত্রেও সেই নিয়ম প্রযোজ্য হোক। কারা দফতর যেন সে রকমই করেন। তাঁকে কোনও জেল হাসপাতালে নয়, সেলে রাখতে হবে। আমাকেও সেলে রাখা হয়েছিল। আমার সঙ্গে তখন থেকে বহু বন্দির যোগাযোগ রয়েছে। আমি খবর পাব।’’

এখানেই থামেননি। পার্থের দিকে সরাসরি অভিযোগ করে বলেন, ‘‘আমি প্রথম দিন থেকে বলেছি ষড়যন্ত্র। আমার বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের মধ্যে পার্থও ছিলেন। যখন বন্দি ছিলাম, যন্ত্রণায় জ্বলে মরেছি, তখন বলা হয়েছিল আমি পাগল। অথচ উনি তো প্রথমে কোনও কথা বলেননি। কাকে যেন ফোন করছিলেন। কেন মন্ত্রিত্ব ছাড়বেন, এসব বলে বেরিয়েছেন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Partha Chatterjee Kunal Ghosh ED
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE