Advertisement
২৬ এপ্রিল ২০২৪
partha chatterjee

অগ্নিমূল্য পেট্রল ও ডিজেল, আকাশছোঁয়া রান্নার গ্যাস, শনিবার থেকে পথে নামছে তৃণমূল

—প্রতীকী চিত্র।

—প্রতীকী চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২১ ১৫:১৫
Share: Save:

জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে এ বার পথে নামছে তৃণমূল। চলতি সপ্তাহের শনি ও রবিবার জেলায় জেলায় প্রতিবাদ মিছিল করবে তারা। শুক্রবার তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠকে সে কথা ঘোষণা করলেন দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। অবিলম্বে এই মূল্যবৃদ্ধি প্রত্যাহার করার দাবি জানিয়েছেন তিনি।

পার্থ জানিয়েছেন, শনিবার দক্ষিণ কলকাতা থেকে এই প্রতিবাদ মিছিল শুরু হবে। যাদবপুর থানা থেকে মিছিল শুরু হবে। রবিবার বেহালায় মিছিল করবে তৃণমূল। মিছিল শুরু হবে ঠাকুরপুকুর থ্রি-এ বাসস্ট্যান্ড থেকে।

গোটা দেশে এই মুহূর্তে অগ্নিমূল্য পেট্রল, ডিজেল এবং রান্নার গ্যাস। গত ১১ দিন টানা মূল্যবৃদ্ধিতে একের পর এক রেকর্ড গড়েছে পেট্রল ও ডিজেল। রান্নার গ্যাসের দাম ৮০০ ছোঁয়ার পথে। এমন পরিস্থিতিতে বৃহস্পতিবারই পৈলান থেকে কেন্দ্রীয় সরকারকে একহাত নেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১৪ সালে ক্ষমতায় আসার পর থেকে কোনও কাজ করার বদলে মোদী সরকার শুধু পেট্রোল ও ডিজেলের দাম বাড়িয়ে চলেছে বলে তোপ দাগেন তিনি। তার পরই এ দিন প্রতিবাদ কর্মসূচির ঘোষণা করেন পার্থ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE