Advertisement
E-Paper

এ মাসেই প্রচারে নামছে সরকার

গত ছ’বছরে পঞ্চায়েত স্তরে সরকারের কাজ নিয়ে ব্যাপক প্রচারের নির্ঘণ্ট তৈরি করেছে নবান্ন। চলতি মাসে সব জেলায় তিন দিন ব্যাপী এই প্রচারের মূল স্লোগান — ‘মানুষের সঙ্গে মা-মাটি-মানুষের সরকার’।  

চন্দ্রপ্রভ ভট্টাচার্য

শেষ আপডেট: ১৭ মার্চ ২০১৮ ০৩:২৪

পঞ্চায়েত নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়নি এখনও। তার আগেই গ্রামাঞ্চলে নির্বাচনের প্রচার শুরু করে দিল রাজ্য সরকার।

গত ছ’বছরে পঞ্চায়েত স্তরে সরকারের কাজ নিয়ে ব্যাপক প্রচারের নির্ঘণ্ট তৈরি করেছে নবান্ন। চলতি মাসে সব জেলায় তিন দিন ব্যাপী এই প্রচারের মূল স্লোগান — ‘মানুষের সঙ্গে মা-মাটি-মানুষের সরকার’।

নবান্ন সূত্রের খবর, ১৫টি জেলায় ২১-২৩ মার্চ এই কর্মসূচি চলবে। ২২-২৪ মার্চ অনুষ্ঠান হবে বাকি আটটি জেলায়। পরিকল্পনা অনুযায়ী, জেলার মূল এলাকায় (যেখানে জনসমাগম সবচেয়ে বেশি) প্রদর্শনীর ব্যবস্থা করা হচ্ছে। রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সাফল্য দেখানো হবে ‘জায়েন্ট স্ক্রিনে’। এ জন্য তৈরি করা হয়েছে স্বল্পদৈর্ঘ্যের তথ্যচিত্র। বিকেল ৩টে থেকে রাত ৯টা পর্যন্ত ওই অনুষ্ঠানের খবর সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে পৃথক ব্র্যান্ডিংয়ের ব্যবস্থাও করেছে রাজ্য। স্থানীয় কেব্‌ল টিভি সংস্থাগুলিকে এই প্রচারের সঙ্গে যুক্ত করার চেষ্টা চলছে।

এ-ও জানা গিয়েছে, কলকাতার প্রতিষ্ঠিত অন্তত ১৫০ জন শিল্পী জেলায় জেলায় গিয়ে অনুষ্ঠান করবেন। থাকবেন জেলার শিল্পী, লোকপ্রসার প্রকল্পের অন্তর্ভুক্ত লোকশিল্পীরাও। প্রশাসনের এক কর্তার কথায়, ‘‘প্রধানত ঘেরা এলাকায় প্রদর্শনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হওয়ার কথা। শব্দবিধি মানার ব্যাপারেও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে জেলাগুলিকে।’’

সরকারের মতে, জেলার সকলের কাছে ওই প্রদর্শনীর নির্যাস পৌঁছে দেওয়া অসম্ভব। তাই প্রতিটি মহকুমায় একটি বিশেষ ট্যাবলো প্রতিটি এলাকায় ঘুরে ঘুরে সরকারি সাফল্যের প্রচার চালাবে। দৃষ্টি আকর্ষণের জন্য ট্যাবলোয় সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি, গোটা রাজ্যে ছ’টি এলইডি ট্যাবলো ঘোরানোর সিদ্ধান্ত হয়েছে। মূল প্রদর্শনীর অডিও-ভিস্যুয়াল উপস্থাপনাও ট্যাবলোয় দেখানো হবে।

শুধু সাফল্য প্রচারই নয়, সূত্রের খবর, প্রতিটি জেলার প্রদর্শনীতে একটি করে ‘ইনফর্মেশন কিয়স্ক’ রাখা হবে। সেখানে থাকবেন জেলা প্রশাসনের পদস্থ আধিকারিকেরা। সরকারের প্রকল্প, তার সুবিধা, কী ভাবে সেই প্রকল্পে নাম নথিভুক্ত করা যায়—এই সব তথ্য যে কেউ জানতে পারবেন কিয়স্ক থেকে। এক আধিকারিক বলেন, ‘‘কেউ চাইলে প্রকল্পে নাম নথিভুক্ত করার কোনও সমস্যার কথাও জানাতে পারবেন। তাঁকে ঠিক পথ দেখানোর চেষ্টা করা হবে সঙ্গে সঙ্গেই।’’

ধারাবাহিক ভাবে বিভিন্ন জেলায় প্রশাসনিক বৈঠক এবং সরকারি সভা করছেন মুখ্যমন্ত্রী। তার উপরে এই কর্মসূচি সরকারের সাফল্য প্রচারের পরিধি আরও বাড়াবে বলে মনে করা হচ্ছে। এক প্রশাসনিক কর্তার কথায়, ‘‘এই প্রচারে সাফল্য মিললে হোয়াটসঅ্যাপে ‘মানুষের সঙ্গে মা-মাটি-মানুষের সরকার’ স্লোগান পাঠানো হবে।’’ ত্রিপুরা নির্বাচনে হোয়াটসঅ্যাপে বিজেপি-র ‘চল পাল্টাই’ বার্তার সাফল্য এ ধরনের প্রচারের গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে।

Panchayat Election TMC State Government Nabanna Mamata Banerjee Information Kiosk
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy