E-Paper

দুই জেলার বিক্ষুব্ধদের সতর্ক করল তৃণমূল

পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের সংখ্যালঘু ভোটে কিছুটা ধাক্কা লেগেছে। সে কথা মাথায় রেখেই সংখ্যালঘু-অধ্যুষিত মুর্শিদাবাদ ও মালদহের দলীয় নেতাদের সতর্ক করে দিয়েছেন দলীয় নেতৃত্ব।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ অগস্ট ২০২৩ ০৬:৪৭

—প্রতীকী ছবি।

জেলা স্তরে লোকসভা ভোটের প্রস্তুতি শুরু করে দিল তৃণমূল কংগ্রেস। মালদহ ও মুর্শিদাবাদের বিধায়ক ও নেতাদের নিয়ে শনিবার বৈঠকে এ বারের ‘বড় লড়াই’য়ের কথা মনে করিয়ে দিয়েছেন দলের রাজ্য নেতৃত্ব। এই দুই জেলায় কংগ্রেস ও বামেদের উত্থানের কারণেই এ বার বাড়তি সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে জেলা নেতাদের।

পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের সংখ্যালঘু ভোটে কিছুটা ধাক্কা লেগেছে। সে কথা মাথায় রেখেই সংখ্যালঘু-অধ্যুষিত মুর্শিদাবাদ ও মালদহের দলীয় নেতাদের সতর্ক করে দিয়েছেন দলীয় নেতৃত্ব। তৃণমূল ভবনে এ দিন দুই জেলার বিধায়ক ও নেতাদের সঙ্গে বৈঠক করেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী ও মন্ত্রী ফিরহাদ হাকিম। পঞ্চায়েত ভোটের ফল সামনে রেখে গোষ্ঠী-দ্বন্দ্ব নিয়েও সতর্ক করা হয়েছে দুই জেলার বিবদমান নেতাদের। মুর্শিদাবাদের ভরতপুরের দলীয় বিধায়ক হুমায়ুন কবীরের কাজকর্মে অস্বস্তি তৈরি হয়েছিল দলে। বৈঠকে এ দিন হুমায়ুনের উপস্থিতিতে সুব্রত স্পষ্টই জানিয়ে দিয়েছেন, শৃঙ্খলা ভাঙলে দল ব্যবস্থা নেবে। হুমায়ুন অবশ্য আগেই ক্ষমা চেয়ে বিষয়টিতে ইতি টেনেছেন। তিনি এ দিনও বলেন, ‘‘দলের নির্দেশ মেনে চলব।’’

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

TMC West Bengal

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy