Advertisement
২৫ এপ্রিল ২০২৪

তৃণমূল ভবনে আজ অভিষেক

সে দিনের ভয়াবহ দুর্ঘটনার পর সাড়ে চার মাস কেটে গিয়েছে। বাঁ চোখের ক্ষত সারিয়ে তিনি এখন অনেকটাই সুস্থ। চিকিৎসকদের পরামর্শ মানলে হয়তো আরও ক’দিন বিশ্রাম নেওয়ার দরকার ছিল।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৪ মার্চ ২০১৭ ০৩:৪৪
Share: Save:

সে দিনের ভয়াবহ দুর্ঘটনার পর সাড়ে চার মাস কেটে গিয়েছে। বাঁ চোখের ক্ষত সারিয়ে তিনি এখন অনেকটাই সুস্থ। চিকিৎসকদের পরামর্শ মানলে হয়তো আরও ক’দিন বিশ্রাম নেওয়ার দরকার ছিল। কিন্তু তাঁকে ঘিরে দলে অনুগামীদের প্রত্যাশাকে মর্যাদা দিয়ে আজ শনিবার থেকেই ফের মাঠে যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিকেল ৩টে নাগাদ তৃণমূল ভবনে আসার কথা তাঁর।

এ খবর নতুন নয়। খবর হল, তৃণমূল ভবনে অভিষেকের আসাকে কেন্দ্র করে দলের নেতা-কর্মী-সমর্থকদের ভিড় আজ উপচে পড়তে পারে। দলের মধ্যে অভিষেকের জনপ্রিয়তা কতটা, তা দুর্ঘটনার পর টের পাওয়া গিয়েছিল। কলকাতার যে বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন অভিষেক, সেখানে রাত-দিন কার্যত তাঁবু খাটিয়ে আরোগ্য কামনায় বসেছিলেন যুব ও প্রবীণ নেতা-কর্মীরা। তা দেখে আবেগে আপ্লুত হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ও।

তৃণমূল সূত্রে খবর, দলের যুব সংগঠনের কর্মী ও নেতারা আজ বেলা থেকেই ভিড় জমাবেন দলীয় ভবনে। অভিষেককে শুভেচ্ছা জানাতে জেলা যুব তৃণমূলের নেতারা নানা রকম আয়োজনও করছেন।

দলের প্রবীণ নেতাদেরও উপস্থিত হওয়ার কথা দলীয় অফিসে। স্বাভাবিক ভাবেই তপসিয়া সংলগ্ন বাইপাস এলাকায় যানজটের আশঙ্কা রয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Abhishek Banerjee MP TMC
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE