Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Mamata Banerjee

রাজ্যে বাজেট, কেন্দ্রে মন্ত্রিসভা বদলের সম্ভাবনা, আজ কী কী নজরে রাখবেন দেখে নিন

আজ কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদল হতে পারে। সূত্রের খবর, সন্ধ্যা ৬টা নাগাদ মোদী মন্ত্রিসভার নতুন মন্ত্রীদের নাম ঘোষণা হবে।

গ্রাফিক:- শৌভিক দেবনাথ।

গ্রাফিক:- শৌভিক দেবনাথ।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৭ জুলাই ২০২১ ০৯:২৯
Share: Save:

রাজ্য বিধানসভায় বাজেট পেশ, কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদল, আদালতে নন্দীগ্রাম মামলার বেঞ্চ বদল নিয়ে রায় - আজ, বুধবার দিনভর নজরে থাকবে গুরুত্বপূর্ণ এই বিষয়গুলি। এ ছাড়া রাতে রয়েছে ইউরো কাপের সেমিফাইনাল। ফুটবলপ্রেমীদের নজর থাকবে সে দিকেও।

আজ দুপুর ২টোয় বিধানসভায় পেশ হতে চলেছে রাজ্য বাজেট। ভোটের পর এই প্রথম বাজেট পেশ হবে বিধানসভায়। বাজেট পড়বেন শিল্প তথা পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। অর্থমন্ত্রী অমিত মিত্র অসুস্থ থাকায় এই প্রথম বাজেট পড়বেন পার্থ। বিধানসভা ভোটের আগেও অবশ্য অমিত বাজেট পেশ করেননি। তখন অন্তর্বর্তী বাজেট পেশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ পূর্ণাঙ্গ বাজেট পেশ হবে। তার আগে রাজ্য মন্ত্রিসভার বৈঠক হওয়ার সম্ভাবনাও রয়েছে। নবান্ন সূত্রে খবর, দুপুর ১টা নাগাদ মন্ত্রিসভার বৈঠক হওয়ার কথা। তারপর বিধানসভায় পেশ হবে বাজেট।

মুখ্যমন্ত্রীর আবেদন মতো বুধবার কলকাতা হাই কোর্টে নন্দীগ্রাম মামলার বেঞ্চ বদলের রায়ও ঘোষণা হতে পারে। ফলে আজই পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে এই মামলা বিচারপতি কৌশিক চন্দ নিজের এজলাসে রাখেন কি না। অন্য দিকে, আজ কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদল হতে পারে। সূত্রের খবর, সন্ধ্যা ৬টা নাগাদ মোদী মন্ত্রিসভার নতুন মন্ত্রীদের নাম ঘোষণা হবে। সেখানে বাংলা থেকে দু'জন থাকতে পারেন বলে ইঙ্গিত মিলেছে।

আজ, বুধবার ইউরোর সেমিফাইনালের দিকেও নজর থাকবে বিশ্ববাসীর। ইংল্যান্ড বনাম ডেনমার্কের খেলা রয়েছে আজ। ১৯৬৬ সালে প্রথম বার বিশ্বকাপ জিতেছিল ইংল্যান্ড। ফলে এ বার সেমিফাইনাল টপকে ফাইনালে ওঠা তাদের কাছে প্রধান চ্যালেঞ্জ। আবার ডেনমার্কও মরিয়া ফাইনালে উঠতে। এই মহারণে জয়ী হয়ে শেষ পর্যন্ত কোন দল ফাইনালে যায় তাই-ই দেখার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Mamata Banerjee partha chatterjee Euro Cup 2020
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE