উজ্জয়িনীর মহাকাল মন্দিরে পুজো দিয়ে দিল্লির উড়ানে সওয়ার হলেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। দেড় বছর আগে মধ্যপ্রদেশের জনা পঁচিশেক কংগ্রেস বিধায়কদের নিয়ে বিজেপি-তে সামিল হয়ে সরকার পাল্টে দিয়েছিলেন তিনি। কিন্তু রাজ্যসভার সাংসদ পদ ছাড়া আর কিছু মেলেনি এখনও। গ্বালিয়রের নেতার অনুগামীদের দাবি, এ বার নরেন্দ্র মোদী মন্ত্রিসভায় তাঁর অন্তর্ভুক্তি অনিবার্য।
সংবাদ সংস্থা এএনআই জানাচ্ছে, বুধবার সন্ধ্যা ৬টায় হতে পারে কেন্দ্রীয় মন্ত্রিসভার সেই প্রতীক্ষিত রদবদল। হতে পারে নয়া মন্ত্রিসভার বৈঠকও। নয়া মন্ত্রিসভায় নতুন প্রজন্মের অনেক নেতাই ঠাঁই পাবেন বলে বিজেপি সূত্রের খবর।
শুধু জ্যোতিরাদিত্য নন, সম্ভাব্য মন্ত্রীদের অনেকেই মঙ্গলবার দুপুর থেকে দিল্লি পৌঁছতে শুরু করেছেন। বিজেপি-র ওই সূত্রের দাবি নির্দিষ্ট ‘বার্তা’ পেয়েই তাঁরা হাজির হচ্ছেন দিল্লির দরবারে। এই তালিকায় অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা সর্বানন্দ সোনোয়াল রয়েছেন। রয়েছেন সহযোগী দল জেডি(ইউ)-র দুই সাংসদ, রাজীব রঞ্জন ওরফে লালন সিংহ এবং রামচন্দ্রপ্রসাদ সিংহ। দিল্লি পৌঁছেছেন রাজস্থান থেকে লোকসভায় নির্বাচিত দুই বিজেপি সাংসদ রাহুল কাসওয়ান (চুরু) এবং সি পি জোশী (চিতৌরগঢ়)-ও