কলেজে গণধর্ষণ কাণ্ডে ফের প্রশ্ন নারী নিরাপত্তায়, চলছে বিক্ষোভ, কোন পথে তদন্ত
সাউথ ক্যালকাটা ল’ কলেজে গণধর্ষণ কাণ্ডে রাজ্যে নারী নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধী রাজনৈতিক দলগুলি। আইনের ছাত্রছাত্রী এবং কলেজের প্রাক্তনীরা বিক্ষোভ মিছিল করেছেন। সোমবার বিজেপির ‘তথ্যানুসন্ধানী দল’কে নিয়ে কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মার সঙ্গে দেখা করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। পরে তিনি জানান, ধৃতদের সাজা হবেই, সে বিষয়ে আশ্বস্ত করেছেন পুলিশ কমিশনার। বর্তমানে পুলিশের সাত সদস্যের সিট (বিশেষ তদন্তকারী দল) কলেজে গণধর্ষণ কাণ্ডের তদন্ত চালাচ্ছে। সাড়ে সাত ঘণ্টার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছেন তদন্তকারীরা। তিন অভিযুক্তের ফোন কলের নথিও খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সময়ে বা তার আগে-পরে তিন জনের ফোন থেকে কার কার কাছে ফোন গিয়েছে, কত ক্ষণ কথা হয়েছে, তা খতিয়ে দেখা হবে বলে সূত্রের খবর।
ভারত-আমেরিকা বাণিজ্য সমঝোতায় মিলবে কি গতি
আমেরিকার নয়া শুল্কনীতি আপাতত ৯০ দিনের জন্য স্থগিত রয়েছে। ৯০ দিনের ওই সময়সীমা শেষ হচ্ছে আগামী ৯ জুলাই। এই সময়সীমাকে আর বৃদ্ধি করতে চান না ট্রাম্প। এই অবস্থায় ভারত-আমেরিকা বাণিজ্য সমঝোতায় কোনও অগ্রগতি হয় কি না, সে দিকে নজর থাকবে আজ। নয়াদিল্লির একটি প্রতিনিধিদল বর্তমানে ওয়াশিংটনে রয়েছে আলোচনার জন্য। বাণিজ্যের বেশ কিছু ক্ষেত্রে দু’দেশ সহমত হলেও গাড়ির যন্ত্রাংশ, ইস্পাত এবং কৃষিজাত পণ্যের আমদানি শুল্ক নিয়ে এখনও মতবিরোধ রয়েছে বলে সূত্রের খবর। এ অবস্থায় আরও কিছু দিন আমেরিকায় থাকতে পারেন ভারতীয় প্রতিনিধিরা।
ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট শুরু কাল থেকে, বুমরাহ কি খেলবেন
কাল, বুধবার থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের দ্বিতীয় টেস্ট শুরু হচ্ছে। বার্মিংহ্যামে খেলা। লিডসে প্রথম টেস্টে হেরে যাওয়ার পর এই টেস্টে ঘুরে দাঁড়ানোর লড়াই শুভমন গিলের ভারতের। ইংল্যান্ডের মাঠগুলির মধ্যে বার্মিংহ্যামের উইকেটই সবচেয়ে বেশি স্পিনসহায়ক। সে ক্ষেত্রে ভারত কি বাড়তি স্পিনার খেলাবে? সুযোগ পাবেন কুলদীপ যাদব? তার থেকেও বড় প্রশ্ন অবশ্য জসপ্রীত বুমরাহকে দ্বিতীয় টেস্টে পাওয়া যাবে কি না। এর জবাব ভারতীয় টিম ম্যানেজমেন্টের কাছেই নেই। একেবারে শেষ মুহূর্তে বুমরাহের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। ভারতীয় দলের সব খবর।
গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
উইম্বলডনে অভিযান শুরু করছেন সিনার, জোকোভিচ
উইম্বলডনে আজ অভিযান শুরু করছেন শীর্ষ বাছাই ইয়ানিক সিনার। খেলবেন ষষ্ঠ বাছাই নোভাক জোকোভিচও। মহিলাদের সিঙ্গলসে রয়েছে দ্বিতীয় বাছাই কোকো গফের খেলা। দ্বিতীয় দিনের খেলা শুরু বিকেল ৩:৩০ থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।
নিম্নচাপ অঞ্চলের জের, ঝড়বৃষ্টি কি রাজ্য জুড়েই
আজ ভারী বৃষ্টি (৭ থেকে ১১ সেন্টিমিটার) হতে পারে দক্ষিণবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমানে। সেখানে জারি হলুদ সতর্কতা। দক্ষিণের বাকি জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে। নিম্নচাপ অঞ্চলের প্রভাবে উত্তাল থাকতে পারে সমুদ্র। বুধবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে।
ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের মেয়েদের পাঁচ ম্যাচের টি২০ সিরিজ়ের দ্বিতীয় ম্যাচ
দুর্দান্ত ছন্দে ভারতের মহিলা ক্রিকেট দল। লাল বলের ক্রিকেটে শুভমন গিলের দল ব্যর্থ হলেও সাদা বলের ক্রিকেটে ইংল্যান্ডের মাটিতে শুরুটা দারুণ করেছে হরমনপ্রীত কউররা। প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ইংল্যান্ডকে ৯৭ রানে উড়িয়ে দিয়েছে তারা। এই ম্যাচে অবশ্য খেলতে পারেননি হরমনপ্রীত। তাতে জিততে সমস্যা হয়নি। পাঁচ ম্যাচের সিরিজ়ের দ্বিতীয় ম্যাচ আজ। খেলা শুরু রাত ১১টা থেকে। খেলা দেখা যাবে সোনি স্পোর্টস চ্যানেল ও সোনি লিভ অ্যাপে।
ক্লাব বিশ্বকাপে জোড়া প্রি-কোয়ার্টার, লড়াই রিয়াল মাদ্রিদ বনাম জুভেন্টাস
আজ ক্লাব বিশ্বকাপে আরও দুই দল কোয়ার্টার ফাইনালে নিশ্চিত হয়ে যাবে। একটি ম্যাচ ভোরে, অন্য ম্যাচটি রাতে। ম্যাঞ্চেস্টার সিটি মুখোমুখি আল হিলালের। খেলা ভোর ৬:৩০ থেকে। রাত ১২:৩০ থেকে রয়েছে রিয়াল মাদ্রিদ বনাম জুভেন্টাস ম্যাচ। দু’টি খেলাই দেখা যাবে ডিএজ়েডএন ওয়েবসাইট এবং অ্যাপে।