Advertisement
E-Paper

বাংলা সফরে দিনভর কর্মসূচি শাহের। অনুব্রত কি হাজিরা দেবেন। ফাইনালে কোহলিদের সামনে কারা। আর কী কী

সরকারি কর্মসূচি থেকে শুরু করে দলীয় কর্মসূচি এবং শেষে একটি ধর্মীয় অনুষ্ঠানেও যোগ দেওয়ার কথা রয়েছে শাহের।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ জুন ২০২৫ ০৮:০০

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

বাংলা সফরে দিনভর কর্মসূচি শাহের, সাংগঠনিক বৈঠক-সহ রয়েছে ধর্মীয় অনুষ্ঠানে যোগদান

শনিবার রাতেই কলকাতায় পৌঁছে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ দিনভর শহরে কর্মসূচি রয়েছে তাঁর। সরকারি কর্মসূচি থেকে শুরু করে দলীয় কর্মসূচি এবং শেষে একটি ধর্মীয় অনুষ্ঠানেও যোগ দেওয়ার কথা রয়েছে শাহের। রবিবার প্রথমে রাজারহাটে সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি (সিএফএসএল)-র একটি নতুন ভবনের উদ্বোধন করবেন তিনি। এর পরে নেতাজি ইন্ডোরে একটি দলীয় কর্মসূচি রয়েছে তাঁর। বিজেপির মণ্ডল সভাপতি থেকে শুরু করে জেলা এবং রাজ্য স্তরের নেতৃত্ব থাকবেন নেতাজি ইন্ডোরের ওই সভায়। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের জন্য সাংগঠনিক রণকৌশল নিয়ে ওই সভায় বার্তা দিতে পারেন শাহ। ওই সভা শেষে স্বামী বিবেকানন্দের পৈতৃক ভিটায় একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিভিন্ন মঠ, মিশন এবং আধ্যাত্মিক সংগঠনের সাধু সন্তরা থাকার কথা রয়েছে ওই অনুষ্ঠানে। সেখানে শাহের পাশাপাশি রাজ্য বিজেপির নেতৃত্বও থাকতে পারেন। সন্ধ্যায় বিএসএফের বিমানে দিল্লি ফেরার কথা রয়েছে শাহের।

অডিয়ো-কাণ্ডে অনুব্রত মণ্ডল কি পুলিশের কাছে হাজিরা দেবেন

বোলপুর থানার আইসি লিটন হালদারকে ফোনে হুমকি দেওয়া বিতর্কিত অডিয়ো ক্লিপ-কাণ্ডে শনিবার পুলিশের কাছে হাজিরা দেননি অনুব্রত মণ্ডল। শনিবারই পুলিশ ফের নোটিস পাঠিয়ে তাঁকে আজ হাজিরা দেওয়ার কথা বলেছিল। শনিবার অনুব্রত সশরীরে হাজিরা না-দিলেও বোলপুর এসডিপিও অফিসে গিয়েছিলেন তাঁর সাত আইনজীবী। তাঁরা পুলিশকে জানান, অনুব্রত অসুস্থ থাকায় হাজিরা দিতে পারেননি। আইনজীবীরা বেরিয়ে যাওয়ার পরেই ফের অনুব্রতকে নোটিস ধরায় পুলিশ। আজ দেখার অনুব্রত হাজিরা দিতে যান কি না, না-গেলে পুলিশ কী পদক্ষেপ করে, সে দিকেও আজ নজর থাকবে।

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

কোহলিদের সামনে ফাইনালে কারা? আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার

আজ জানা যাবে আইপিএলের ফাইনালে বিরাট কোহলিদের মুখোমুখি হবে কারা। দ্বিতীয় কোয়ালিফায়ারে লড়াই পঞ্জাব কিংস ও মুম্বই ইন্ডিয়ান্সের। প্রথম কোয়ালিফায়ারে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে উড়ে গিয়েছিল পঞ্জাব। এলিমিনেটরে গুজরাত টাইটান্সকে হারিয়েছে মুম্বই। আজ শ্রেয়স আয়ারদের সঙ্গে হার্দিক পাণ্ড্য-রোহিত শর্মাদের ফাইনালে ওঠার লড়াই শুরু সন্ধ্যা ৭:৩০ থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়ো হটস্টার অ্যাপে।

গাজ়ায় ত্রাণের গাড়ি থামিয়ে লুট হচ্ছে খাবার, হাহাকার প্যালেস্টাইনিদের

হামাস-ইজ়রায়েল সংঘর্ষে প্রতি দিনই রক্ত ঝরছে গাজ়া ভূখণ্ডে। প্রাণ হারাচ্ছেন সাধারণ প্যালেস্টাইনিরাও। এরই মধ্যে তৈরি হয়েছে খাদ্য সঙ্কটও। রাষ্ট্রপুঞ্জ থেকে ত্রাণ পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে, তবে তা সঠিক ভাবে পৌঁছোচ্ছে না গাজ়াবাসীর কাছে। শনিবারই সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, কিছু সশস্ত্র মানুষ গাজ়ায় ত্রাণ এবং খাবারের গাড়ি লুট করে নিয়েছেন। উদ্ভূত পরিস্থিতিতে গাজ়ায় খাবারের জন্য হাহাকার পড়ে গিয়েছে। অন্য দিকে, হামাস এবং ইজ়রায়েলের মধ্যে সংঘর্ষবিরতি কার্যকর করানোর জন্য উদ্যোগী হয়েছে আমেরিকাও। এই অবস্থায় গাজ়া ভূখণ্ডের পরিস্থিতির দিকে নজর থাকবে আজ।

তাপমাত্রা বাড়ছে দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হবে কি

নিম্নচাপ কেটে গিয়েছে। দক্ষিণবঙ্গে আবার তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। তিন থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা। আপাতত দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই শুকনো আবহাওয়া থাকবে। অন্য দিকে, উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করেছে সময়ের আগেই। আগামী কয়েক দিন দার্জিলিং-সহ জেলায় জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে।

ফরাসি ওপেনের প্রি-কোয়ার্টারের লড়াই, খেলবেন সিনার, আলকারাজ়

ফরাসি ওপেনে আজ শুরু হচ্ছে প্রি-কোয়ার্টার ফাইনালের লড়াই। নামছেন পুরুষদের সিঙ্গলসের দুই শীর্ষ বাছাই। প্রথম বাছাই জানিক সিনারের সামনে ১৭ নম্বর বাছাই আন্দ্রে রুবলেভ। দ্বিতীয় বাছাই কার্লোস আলকারাজ় খেলবেন ত্রয়োদশ বাছাই বেন শেল্টনের সঙ্গে। মহিলাদের সিঙ্গলসে প্রি-কোয়ার্টারে নামবেন শীর্ষ বাছাই আরিনা সাবালেঙ্কা, তৃতীয় বাছাই জেসিকা পেগুলা, পঞ্চম বাছাই ইগা শিয়নটেক। খেলা শুরু দুপুর ২:৩০ থেকে। খেলা দেখা যাবে সোনি স্পোর্টস চ্যানেল ও সোনি লিভ অ্যাপে।

News of the Day Amit Shah Anubrata Mondal IPL Match gaza Israel Hamas Conflict Alipore Weather Office
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy