Advertisement
E-Paper

ডিএ মামলার শুনানি সুপ্রিম কোর্টে। মমতা ও শাহের বৈঠক দলীয় সংসদদের সঙ্গে। ওভাল টেস্টের পঞ্চম দিন

আজ রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা তথা ডিএ মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। বেলা ১১টা নাগাদ ওই মামলাটি শুনবে শীর্ষ আদালত। গত শুনানিতে রাজ্যকে ২৫ শতাংশ ডিএ দিতে বলেছিল সুপ্রিম কোর্ট।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ অগস্ট ২০২৫ ০৭:৫৬

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

আজ রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা তথা ডিএ মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। বেলা ১১টা নাগাদ ওই মামলাটি শুনবে শীর্ষ আদালত। গত শুনানিতে রাজ্যকে ২৫ শতাংশ ডিএ দিতে বলেছিল সুপ্রিম কোর্ট। অন্তর্বতী ওই নির্দেশ কার্যকর করেনি নবান্ন। তাদের পক্ষ থেকে মামলা দায়ের করে পাল্টা যুক্তি দেওয়া হয়। সেই মামলার শুনানি এখনও পর্যন্ত হয়নি। এই অবস্থায় আজ ডিএ মামলা নিয়ে সুপ্রিম কোর্ট কী জানায় সে দিকে নজর থাকবে।

আজ বিকেল সাড়ে ৪টেয়, তৃণমূলের লোকসভা এবং রাজ্যসভার সাংসদদের নিয়ে এক গুরুত্বপূর্ণ ভার্চুয়াল বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী তথা দলের সর্বভারতীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চলতি সংসদীয় অধিবেশনের মধ্যেই এই বৈঠক রাজনৈতিক দিক থেকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। চলতি অধিবেশনের শুরু থেকেই তৃণমূল বিশেষ ভাবে সরব হয়েছে নির্বাচন কমিশনের ‘স্পেশাল ইন্টেনসিভ রিভিশন’ (এসআইআর) নিয়ে। বিরোধীদের একাংশ এই প্রক্রিয়াকে ভোটার তালিকা থেকে বিরোধী ভোটারদের বাদ দেওয়ার ষড়যন্ত্র বলে মনে করছেন। সেই প্রেক্ষিতে কীভাবে এই বিষয়ে সংসদে আরও জোরালো সওয়াল করতে হবে, সে বিষয়ে মমতা নির্দেশ দেবেন বলেই ধারণা। শুধু এসআইআর নয়, বৈঠকে আলোচনার অন্যতম বিষয় হতে চলেছে বিজেপিশাসিত রাজ্যগুলিতে বাংলা ভাষার উপর কথিত আক্রমণ ও অবহেলা, এবং পরিযায়ী শ্রমিকদের উপর সাম্প্রতিক হামলার ঘটনা।

দলের লোকসভা এবং রাজ্যসভার সাংসদদের নিয়ে যে দিন ভার্চুয়াল বৈঠক করবেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূলের সর্বময়নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ঠিক সে দিনই দিল্লিতে অমিত শাহের সঙ্গে বৈঠকে বসছেন বঙ্গ বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য-সহ বাংলার বিজেপি সাংসদেরা। গতকাল শাহের সঙ্গে বৈঠকের কথা জানান রাজ্য বিজেপির সভাপতি। কী নিয়ে এই বৈঠকে আলোচনা হবে, তা নিয়ে চর্চা শুরু হয়েছে বিজেপির অন্দরে। সূত্রের খবর, শাহের সঙ্গে বৈঠকে বসতে চেয়ে সময় চাওয়া হয়েছিল বঙ্গ বিজেপির তরফে। আজ সেই বৈঠক হওয়ার কথা।

নগদের অভাবে বাজার থেকে কিছু কেনারও উপায় নেই। খিদে মেটাতে বা প্রয়োজনীয় জিনিসের চাহিদা মেটাতে গাজ়ায় বসবাসকারী প্যালেস্টাইনিরা শুরু করেছেন বিনিময় প্রথা। রুটির বিনিময়ে ডাল, সব্জি দিলে মিলছে চিনি। গাজ়া জুড়ে খাদ্যাভাবে হাহাকারের ছবি প্রতি দিনই বদলাচ্ছে। সেই সঙ্গে ইজ়রায়েলি সেনার হামলা। লেগেই আছে গোলাবর্ষণ। ইজ়রায়েলি সেনার হামলা থেকে প্রাণ বাঁচালেও অনাহার আর খিদের জ্বালা গ্রাস করছে দিনে দিনে। আজ নজর থাকবে গাজ়ার পরিস্থিতির দিকে।

বিহারে ভোটার তালিকা সংশোধনের বিশেষ নিবিড় সমীক্ষা (এসআইআর) নিয়ে ধারাবাহিক ভাবে প্রশ্ন তুলে যাচ্ছে বিরোধী রাজনৈতিক দলগুলি। সংসদের ভিতরে এবং বাইরে এই নিয়ে বিক্ষোভ চলেছে গত সপ্তাহে। আজ সংসদের বাদল অধিবেশনে কী ভূমিকা থাকবে বিরোধীদের? সরকারের অবস্থানই বা কী থাকবে? উঠবে কি ভারত-আমেরিকা কূটনীতির প্রসঙ্গ? আজ নজর থাকবে সে দিকে।

গতকাল ওভাল টেস্টের ফয়সালা হয়নি। খেলা গড়িয়েছে পঞ্চম দিনে। এই টেস্ট জিতে সিরিজ় জিততে ইংল্যান্ডের দরকার আরও ৩৫ রান। অন্য দিকে এই টেস্ট জিতে সিরিজ় ড্র করতে হলে ভারতের দরকার ৪ উইকেট। অর্থাৎ, দু’দলই জিততে পারে। আজ, সেই ফয়সালা হবে। খেলা শুরু দুপুর ৩.৩০ মিনিট থেকে। সরাসরি দেখা যাবে সোনি স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

ডুরান্ড কাপের প্রথম ম্যাচে ১০ জনে খেলেও মহমেডানকে হারিয়েছে মোহনবাগান। আজ দ্বিতীয় ম্যাচে তারা মুখোমুখি বিএসএফ-এর। নিজেদের প্রথম ম্যাচে ডায়মন্ড হারবারের কাছে ৮ গোল খেয়েছে বিএসএফ। মোহনবাগানও চাইবে বিএসএফ-কে বড় ব্যবধানে হারাতে। কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে হবে খেলা। আজ ম্যাচ শুরু সন্ধ্যা ৭টায়। সরাসরি দেখা যাবে সোনি স্পোর্টস চ্যানেলে।

উত্তরবঙ্গ থেকে সরে গিয়েছে ঘূর্ণাবর্ত। কিন্তু সেখানে দুর্যোগ এখনই থামছে না। উত্তরের পাহাড় সংলগ্ন জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী শনিবার পর্যন্ত। আজ উত্তরবঙ্গের আট জেলায় ভারী বৃষ্টি হতে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির (৭ থেকে ২০ সেন্টিমিটার) জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। বাকি উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহে ভারী (৭ থেকে ১১ সেন্টিমিটার) বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিতে ঝড়ের পূর্বাভাস রয়েছে। জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

News of the Day Supreme Court of India Mamata Banerjee Monsoon Session of Parliament India vs England 2025 Durand Cup 2025 Weather Today Amit Shah gaza starvation deaths
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy