Advertisement
১৪ ফেব্রুয়ারি ২০২৫
News Of The Day

বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের প্রথম দিন। দিল্লিতে ভোট। কুম্ভে ডুব দেবেন মোদী। আর কী কী

কলকাতার নিউটাউনে বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে আজ থেকে শুরু হচ্ছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন (বিজিবিএস)। চলবে দু’দিন। ৪০টি দেশের ২০০ জন প্রতিনিধি-সহ ৫,০০০ বিশিষ্ট জন অংশ নেবেন এই সম্মেলনে।

—নিজস্ব চিত্র।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৫ ০৬:২৬
Share: Save:

বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের প্রথম দিন, থাকবেন ৪০টি দেশের ২০০ জন প্রতিনিধি

কলকাতার নিউটাউনে বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে আজ থেকে শুরু হচ্ছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন (বিজিবিএস)। চলবে দু’দিন। ৪০টি দেশের ২০০ জন প্রতিনিধি-সহ ৫,০০০ বিশিষ্ট জন অংশ নেবেন এই সম্মেলনে। ৪০টির মধ্যে ২০টি দেশ ‘পার্টনার’ বলে জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০টি দেশের রাষ্ট্রদূত এবং হাই কমিশনারেরা সম্মেলনে যোগ দেওয়ার জন্য গতকালই কলকাতায় পৌঁছে গিয়েছেন। আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে এই সম্মেলন মুখ্যমন্ত্রীর কাছে ‘গুরুত্বপূর্ণ’ বলে মনে করা হচ্ছে। এ বারের সম্মেলনের অন্যতম প্রধান অতিথি ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে। যদিও তাঁর আসা নিয়ে মঙ্গলবার সংশয় প্রকাশ করেছিলেন মমতা। সম্মেলনে যোগদানের কথা ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেনের। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সম্মেলনে যোগ দেওয়ার কথা শিল্পপতি মুকেশ অম্বানী, সজ্জন জিন্দলের।

দুর্নীতি মামলায় সন্দীপদের বিরুদ্ধে চার্জগঠন প্রক্রিয়া শুরু

আরজি করে আর্থিক দুর্নীতির মামলায় আজ শুরু হবে চার্জ গঠনের প্রক্রিয়া। যে মামলার অন্যতম অভিযুক্ত আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। আরজি করের আর্থিক দুর্নীতির মামলায় গত ২৯ নভেম্বর আলিপুর আদালতে চার্জশিট জমা করে সিবিআই। চার্জশিটে সন্দীপ ছাড়াও নাম রয়েছে গ্রেফতার হওয়া আরও চার অভিযুক্তের— আফসর আলি, বিপ্লব সিংহ, সুমন হাজরা এবং আশিস পাণ্ডে। তাঁরা প্রত্যেকেই জেলবন্দি। আজ চার্জ গঠন প্রক্রিয়ার পাশাপাশি তাঁদের আবেদনেরও শুনানি রয়েছে। সে দিকে নজর থাকবে আজ।

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

দিল্লিতে বিধানসভা নির্বাচন, যন্ত্রবন্দি হবে কেজরীর ভবিষ্যৎ

দিল্লিতে বিধানসভা নির্বাচন আজ। ৭০টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ হবে। এক দফাতেই ভোটগ্রহণ। গণনা আগামী ৮ ফেব্রুয়ারি। দিল্লির ক্ষমতাসীন আম আদমি পার্টি (আপ)-র বিরুদ্ধে সর্বশক্তি নিয়ে লড়াইয়ে নামছে বিজেপি। বিরোধী জোট ‘ইন্ডিয়া’য় আপের অন্যতম শরিক দল কংগ্রেসও এ বার পুরো দমে ভোট ময়দানে নেমেছে আপের বিরুদ্ধে। হাড্ডাহাড্ডি ত্রিমুখী লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে তিন দলের মধ্যে। গত বছরের লোকসভা ভোটে দিল্লি থেকে একটি আসনও জিততে পারেনি আপ। সাতটি আসনের মধ্যে সাতটিতেই জয়ী হয়েছে বিজেপি।

প্রয়াগরাজের কুম্ভে নরেন্দ্র মোদী, ডুব দেবেন সঙ্গমে

দিল্লির ভোটের দিনেই প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে ডুব দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার মোদীর প্রয়াগরাজের সূচি জানা গিয়েছিল। কুম্ভে মোদীর পুণ্যস্নানের দিন হিসাবে ৫ ফেব্রুয়ারিকে বেছে নেওয়া নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক তরজা শুরু হয়েছে। কারণ, আজই দিল্লিতে বিধানসভা ভোট। সে দিনই কুম্ভে যাওয়ার নেপথ্যে রাজনীতি রয়েছে বলে মত অনেকের। বিরোধীদের দাবি, এ সবই হিন্দুত্বের বার্তা দিয়ে ভোটারদের মনকে প্রভাবিত করার চেষ্টা। ‘ভোটের রাজনীতি’ বলে কটাক্ষ করছে বিরোধী শিবির।

ট্রাম্পের শুল্কযুদ্ধ কি আরও দেশকে নিশানা করবে

কানাডা এবং মেক্সিকোর সঙ্গে আপাতত সমঝোতার পথে এগিয়েছে আমেরিকা। দুই দেশের পণ্যের উপর ২৫ শতাংশ হারে শুল্ক বসানোর সিদ্ধান্ত ৩০ দিনের জন্য স্থগিত রেখেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে চিনা পণ্যে সেই স্বস্তি দেননি তিনি। সেগুলিতে ১০ শতাংশ হারে শুল্কের সিদ্ধান্ত বদলাননি ট্রাম্প। শোনা যাচ্ছিল, চিনের সঙ্গে শুল্ক নিয়ে কথা বলতে পারেন তিনি। এরই মধ্যে প্রত্যাঘাত করেছে বেজিং। আমেরিকান পণ্যের উপর ১৫ শতাংশ শুল্ক চাপানোর ঘোষণা করেছে চিন। ট্রাম্প আবার ইউরোপীয় ইউনিয়নের দেশগুলিকেও শুল্ক চাপানোর হুমকি দিয়ে রেখেছেন। শুল্কযুদ্ধের পরিস্থিতির দিকে নজর থাকবে আজ।

অন্য বিষয়গুলি:

News of the Day Delhi Assembly Election 2025 bengal global business summit Kumbh Mela 2025 Donald Trump RG Kar Medical College and Hospital Incident
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy