Advertisement
E-Paper

ব্রিগেডে গীতাপাঠ, লক্ষ্য পাঁচ লক্ষ। ইন্ডিগো বিভ্রাট কাটল কি। লাল-হলুদ সুপার কাপের ফাইনালে। আর কী কী

আজ কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে গীতাপাঠের আয়োজন করা হয়েছে। সেইমতো তৈরি হয়েছে ব্রিগেড। তৈরি করা হয়েছে তিনটি মঞ্চ। আয়োজনের দায়িত্বে ‘সনাতন সংস্কৃতি সংসদ’। বছর দুই আগে এই ব্রিগেডে আয়োজিত হয়েছিল লক্ষ কণ্ঠে গীতাপাঠ!

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০২৫ ০৮:০৪

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

আজ কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে গীতাপাঠের আয়োজন করা হয়েছে। সেইমতো তৈরি হয়েছে ব্রিগেড। তৈরি করা হয়েছে তিনটি মঞ্চ। আয়োজনের দায়িত্বে ‘সনাতন সংস্কৃতি সংসদ’। বছর দুই আগে এই ব্রিগেডে আয়োজিত হয়েছিল লক্ষ কণ্ঠে গীতাপাঠ! এ বার পাঁচ লক্ষ জমায়েত হবে বলে দাবি করা হয়েছে আয়োজকদের তরফে। এই কর্মসূচিতে উপস্থিত থাকবেন দিলীপ ঘোষ, রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য, কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারেরা। এ ছাড়াও, দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধুসন্তেরা আসবেন। আজ এই সংক্রান্ত খবরের দিকে নজর থাকবে।

টেস্ট সিরিজ়ে হারার পর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এক দিনের সিরিজ় জিতে নিল ভারত। তৃতীয় ম্যাচে জিতে ২-১ ফলে সিরিজ় জিতল কেএল রাহুলের দল। আপাতত হাঁপ ছেড়ে বাঁচলেন কোচ গৌতম গম্ভীর। কারণ, লাল বলের ক্রিকেট, যেখানে ভারত বার বার ল্যাজে-গোবরে হচ্ছে, আপাতত নেই। তার থেকেও বড় কথা, এক দিনের সিরিজ় এখনই নেই। ফলে রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে সামলাতে হবে না তাঁকে। থাকছে ভারতীয় ক্রিকেট দলের সব খবর।

ইন্ডিগো সংস্থার একের পর এক বিমান বাতিল। শুক্রবারের পরে শনিবারও একই পরিস্থিতি দেশ জুড়ে। যাত্রীদের ভোগান্তি অব্যাহত। অবস্থা বুঝে ইচ্ছামতো ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে দেশের অন্য বিমান সংস্থাগুলির বিরুদ্ধে। এই পরিস্থিতিতে কড়া পদক্ষেপ করেছে কেন্দ্র। শনিবার ইন্ডিগো সংস্থাকে তারা নির্দেশ দিয়ে জানাল, আজ রাত ৮টার মধ্যেই বাতিল হওয়া বিমানের টিকিটের টাকা ফেরাতে হবে যাত্রীদের। অন্য সংস্থাগুলি যাতে ইচ্ছামতো ভাড়া নিতে না-পারে, সেই নিয়েও তৎপর কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক। আজ কি পরিস্থিতির বদল হবে? কেন্দ্রের নির্দেশ মতো কি টাকা ফিরিয়ে দেবে সংস্থা?

আজ সুপার কাপের ফাইনাল। কলকাতা লিগ বাদ দিলে মরসুমের প্রথম ট্রফি জয়ের হাতছানি ইস্টবেঙ্গলের সামনে। লাল-হলুদের সামনে গোয়া। খেলা গোয়ার মাঠে। ফলে কঠিন লড়াই ইস্টবেঙ্গলের সামনে। তার উপর এই ম্যাচে ডাগ আউটে থাকতে পারবেন না কোচ অস্কার ব্রুজ়ো। ইস্টবেঙ্গল কি পারবে? খেলা সন্ধ্যা ৭:৩০ থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিটোহটস্টার অ্যাপে।

শুক্রবার যেখানে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ ডিগ্রি সেলসিয়াস, সেখানে শনিবার ঝপ করে তা ১৪ ডিগ্রিতে নেমে গিয়েছে। শনিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ২.১ ডিগ্রি কম। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দু’দিনে দক্ষিণবঙ্গে আরও অন্তত দুই ডিগ্রি কমতে পারে রাতের তাপমাত্রা। তবে উত্তরবঙ্গে আপাতত তাপমাত্রার কোনও হেরফের হবে না। সর্বত্র শুকনো আবহাওয়া থাকবে। কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কুয়াশার সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। উত্তরবঙ্গের ক্ষেত্রে কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রামের মতো জেলায় সকালের দিকে মাঝারি থেকে ঘন কুয়াশা থাকছে।

দ্বিতীয় টেস্টেও কোণঠাসা ইংল্যান্ড। অ্যাশেজ়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তারা এখনও ৪৩ রানে পিছিয়ে, হাতে ৪ উইকেট। ইংল্যান্ডের ৩৩৪ রানের জবাবে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস শেষ হয় ৫১১ রানে। দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড ১৩৪ রান তুলতেই ৬ উইকেট হারিয়েছে। মিচেল স্টার্ক, মাইকেল নাসের ও স্কট বোল্যান্ড ২টি করে উইকেট নিয়েছেন। প্রথম টেস্ট শেষ হয়েছিল দু’দিনে। দ্বিতীয় টেস্ট আজই কি শেষ হয়ে যাবে? আজ চতুর্থ দিনের খেলা সকাল ৯:৩০ থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

News of the Day Gita Path Indian Cricket team Indigo Airlines Super cup Weather Today Ashes Test Series Brigade
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy